প্যারিস: ওপেন যুগে সিঙ্গলসে তাঁর থেকে অধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব আর কারও নেই। তবে তাঁর দখলে অলিম্পিক্সের স্বর্ণপদক অধরাই ছিল। অবশেষে সেই অপেক্ষার অবশেষে অবসান ঘটল। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। এ মরশুমে রোলঁ গ্যারোসে ফরাসি ওপেনজয়ী কার্লোস আলকারাজ়কে (Carlos Alcaraz) হারিয়েই সুরকির কোর্টে স্বপ্নপূরণ করলেন সার্বিয়ান তারকা।
২১ বছর বয়সি আলকারাজ় এ মরশুমে দুই স্ল্যাম জিতেছেন। তাঁকে হারানো সহজ হবে না, জানতেন জকোভিচ। তবে তিনি কোনওদিনই হাল ছেড়ে দেওয়ার পাত্র নন। হাড্ডাহাড্ডি লড়াই করে ৭-৬, ৭-৬ স্কোরলাইনে স্ট্রেট সেটে হারালেন স্প্যানিশ আলকারাজ়কে। সোনা জিতেই তিনি ইতিহাসও গড়লেন। ৩৭ বছর বয়সি ১৯৮৮ সালের পর থেকে অলিম্পিক্সের ইতিহাসে সবথেকে বেশি বয়সে সোনা জিতলেন। তবে সিঙ্গলসে তিনিই অলিম্পিক্সের প্রবীণতম গোল্ড মেডেলিস্ট। শুধু তাই নয়, পূরণ হল তাঁর কেরিয়ার গোল্ডেন স্ল্যামও। অর্থাৎ চার গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি অলিম্পিক্সে সোনা জয়ের কৃতিত্ব।
#GOLD FOR NOVAK DJOKOVIC 🇷🇸
Congratulations to Serbia, taking first place in tennis men’s singles 🎾
He becomes the first Olympic champion from Serbia in tennis and the oldest Olympic champion for Olympic men’s singles!@OKSrbije | @itf_tennis | #Tennis | #Paris2024 | #Samsung… pic.twitter.com/SlKVcv2BUs
— The Olympic Games (@Olympics) August 4, 2024
এই কৃতিত্ব রজার ফেডেরারেও নেই। মাত্র পঞ্চম টেনিস তারকা হিসাবে সিঙ্গলসে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। যোগ দিলেন স্টেফি গ্রাফ, আন্দ্রে আগাসি, সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদালের এলিট তালিকায়। অবশ্য এটি জকোভিচের প্রথম নয়, দ্বিতীয় অলিম্পিক্স পদক। ১৬ বছর আগে বেজিংয়ে, ২০০৮ সালে এক তরুণ জকোভিচ ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এবার তাঁর ২৪টি গ্র্যান্ড স্ল্যামের সঙ্গে যুক্ত হল অলিম্পক্সের স্বর্ণপদক।
সার্বিয়ান তারকা চার গ্র্যান্ড স্ল্যাম, অলিম্পিক্সে গোল্ড মেডেল, ডেভিস কাপের পাশাপাশি সমস্ত এটিপি মাস্টার্সও জিতে নিয়েছেন। এই কৃতিত্ব কিন্তু তিনি ছাড়া আর কোনও টেনিস খেলোয়াড়ের দখলে নেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রহিদাসের লাল কার্ডই উদ্বুদ্ধ করেছিল তাঁকে, ভারতীয় হকি দলকে সেমিফাইনালে তুলে দাবি নায়ক শ্রীজেশের
আরও দেখুন