Nabanna Update | নবান্ন অভিযানের আড়ালে এক চাঞ্চল্যকর ষড়যন্ত্র – দাবি কুণাল ঘোষের| Zee 24 Ghanta

Estimated read time 1 min read
Listen to this article



Nabanna Update | নবান্ন অভিযানের আড়ালে এক চাঞ্চল্যকর ষড়যন্ত্র – দাবি …

source

You May Also Like

More From Author

39Comments

Add yours
  1. 3
    @shilpihom662

    তৃণমূল অর্থাৎ শাসকদল নিজারে বডি র ওপর শাসন চালায়। না হলে RG korer emon curroption কেনো? Dr দিদির murder এটকাও সঠিক PM report nei keno? উনার খুন হলো কেনো? জবাব দিন।

  2. 10
    @yeanurgazi3274

    যেসব অমানুষ গুলো অন্যায়ের সাপোর্ট দিচ্ছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সেই অমানুষ গুলোর মিডিয়াতে না দেখানোই ভালো জনগণের ক্ষোভ আরো বেড়ে যাচ্ছে

  3. 16
    @monojitpaul5483

    মুখ্যমন্ত্রী বলে কেউ নেই, কাউকে আমরা মানি না আর। 27 তারিখ বেআইনি মুখ্যমন্ত্রী কে তাড়ানো হবে

  4. 19
    @sarojbiswas7529

    মিছিলে মনে হয় পুলিশের ছদ্মবেশে মরু ডাকাতের উন্মাদরা গণ্ডগোল করার সুযোগ খুঁজবে।

  5. 23
    @politicallyincorrect1705

    লিপস্টিক মাসি মঞ্চে বসে কি করছে? অভয়ার প্রসঙ্গে তো একটা কোথাও বলেননি, কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি কথা বলেছিলেন শশী পাঁজার সাথে। বডি পড়লে ও পুলিশ আটকাতে না পারলেই রাষ্ট্রপতি শাসন।

    সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অভিযানটি সংবিধানশীল ও আইনি, কুনাল ঘোষ এটাকে বেআইনি বলার কে? জেল ফেরত আসামির কাছে কোর্ট তো অবৈধ হবেই।

  6. 27
    @prabirsarkar5859

    নবান্ন ঘেরাও শান্তিপুর্ণ আবার বলছে গুলি চলবে।কথাটার মধ্যে একটা রাজনীতির রঙ লেগে আছে।
    ডাল মে কুছ কালা হ্যায়।

  7. 28
    @AzizulHoque-p3k

    বিজিপি নেতাদের রাজিনিতি ছেড়ে দিয়ে অভিনয় করা উচিৎ অপরাধের বিচার করবে আদালত কিন্তু বিজিপি যা করতেছে আদালত অবমাননার শামিল।

  8. 30
    @ranjitsaha725

    কুণাল ঘোষ কাদের উদ্দেশ্যে বাণী দিচ্ছে ? এখন রাজ্যে দুটো ভাগ হয়েছে স্পষ্ট ভাবে । একটা জোচ্চোর তৃণমূল দল আর একটি তৃণমূলের বিপক্ষ দল কোন রাজনৈতিক রং ছাড়া । তো এতদিন ধরে জনগনকে ওরা ওদের হাইকোর্ট সুপ্রিমকোর্ট ই ডি সিবিআই সব দেখালো । সব ভাঁওতা । আর কুণালের এই ভাওতাই এখনও লোকে বিশ্বাস করবে ? কুণালের তো এখন যা অবস্থা সেটা হলো "একা কুম্ভ রক্ষা করে নকল বুদি গড় " । যা অবস্থা তাতে কুণাল তো পিছন ফিরে দূরবীন দিয়েও দলের কাউকে দেখতে পাচ্ছে না বোঝা যাচ্ছে । দল তো ওকে জিওল মাছের মতো জিইয়ে রেখেছে বাণী দেওয়ার জন্য । যাই হোক শেষ পর্যন্ত ভোকাল টনিক চালিয়ে যাও বৎস । যদি রুগী আগামী কাল বেঁচে থাকে তবে তোমার পদ্মশ্রী না হলেও বঙ্গ বিভূষণ কোনো শালা আটকাতে পারবে না । গ্যারান্টি ।

  9. 32
    @santanuchatterjee615

    দশ হাজার লোক আর জি কর হাসপাতালে ঢুকে পড়ল তখন চক্রান্ত ধরা পড়ল না পুলিশ জানতে ও পারল না এখন কুনাল ঘোষ চক্রান্ত ধরে ফেলছে এতো বড় তদন্ত কারি আধিকারিক হয়ে গেছে যখন তাহলে সারদা রহস্যের সমাধান করে ফেলুক নিজে থেকে।

  10. 35
    @tandraadikari1490

    একদমই নয়। এটা সরকারের একটা চক্রান্ত জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে থামিয়ে দেবার জন্য।

+ Leave a Comment