VIRAL VIDEO | Mohammed Siraj: সিরাজের তুকতাকেই কিস্তিমাত, ‘বশীভূত’ অজিরা আউট হচ্ছেন বারবার! ঝড় তুলল ভিডিয়ো…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশ-বিদেশের ক্রিকেটাররা, তাঁদের অসাধারণ ক্রিকেটীয় দক্ষতাতেই নিজেদের জায়গা করে নেন বাইশ গজে। এই নিয়ে কোনও সন্দেহ নেই, তবে তাঁরা কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের বশবর্তীও হন, বলা যেতে পারে তাঁদের কাছে বিষয়টি এক প্রকার তুকতাকের মতো। এবার ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ট্রিক নিয়েও বিস্তর চর্চা চলছে! মাঠে সিরাজের তুকতাকেই হয়েছে কিস্তিমাত! ‘বশীভূত’ অজি নক্ষত্র মার্নাস লাবুশানে (Marnus Labuschagne) ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের পর আবার আউট হলেন চলতি চতুর্থ টেস্টেও। বলা যেতে পারে সিরাজ যা করছেন, তা ভারতীয় দলের কাছে লাকি চার্মের মতো হয়ে গিয়েছে।
আরও পড়ুন: পিতৃতুল্য বিরাটের সঙ্গেই বিবাদ! সন্তানসম কনস্টাসের হুঙ্কার, ‘পরের ইনিংসেও কিন্তু…’
চলতি বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফল এখন ১-১। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে ইন্দো-অজি তৃতীয় টেস্ট ড্র হয়েছে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হল চতুর্থ টেস্ট। অর্থাত্ বক্সিং ডে টেস্ট, মেলবোর্নে অস্ট্রেলিয়া টস জিতে দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান তুলেছে। অজি ইনিংসের ৪৩ নম্বর ওভারের ঘটনা নিয়ে ফের একবার আলোচনা! তখন সিরাজ এগিয়ে আসেন লাবুশানের কাছে, তারপর তিনি বেল বদলে দেন উইকেটের। লাবুশানেকে ডেকে তিনি বলেনও যে, ‘আমি বেল বদলালাম’! আর এর ঠিক ১১ বল পরেই ফিরে যান লাবুশানের পার্টনার উসমান খোয়াজা। তিনি জসপ্রীত বুমরার বলে পুল মারতে গিয়ে শর্ট মিউ উইকেটে কেএল রাহুলের হাতে ক্য়াচ তুলে দেন। ওপেনার খোয়াজা ফেরেন ৫৭ রানে।
ব্রিসবেন টেস্টেও সিরাজ এরকম করেছিলেন। লাবুশানেকে দেখিয়ে উইকেটের বেল বদলেছিলেন। কিন্তু লাবুশানেও কম যান না। তিনিও পাল্টা বেল বদলে দিয়েছিলেন, যাতে তুকতাক কোনও কাজে না আসে। কিন্তু এই ঘটনার পরেই নীতীশ কুমার রেড্ডির বলে লাবুশানে আউট হয়ে যান। বুমরার হতযশে মেলবোর্নে ভারতের মিনি কামব্যাক হয়েছে বটে। কিন্তু দিল্লি এখনও বহুদূর, ভুললে চলবে না ক্রিজে স্মিথ আছেন, অজি অধিনায়ক কামিন্সও ব্যাটিংটা ভালোই জানেন। আগামিকাল এই দুই ব্যাটারকে দ্রুত ফেরাতেই হবে। তবে কিছুটা হলে স্বস্তি পাবে ভারত। কারণ অস্ট্রেলিয়ার ক্ষমতা রয়েছে এই রানকে ৫০০-র ঘরে নিয়ে যাওয়ার। এখনও ব্যাট করা বাকি আছে মিচেল স্টার্ক, ন্য়াথাল লিয়ঁ ও স্কট বোল্য়ান্ডের।
আরও পড়ুন: সবার মুখে একটাই নাম, বিধ্বংসী অভিষেকে চর্চায় ১৯-এর ওপেনার! রইল কনস্টাসের বায়োডেটা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)