কেন অসুস্থ প্রসূতিদের শারীরিক অবস্থা বলা হচ্ছে না, বিক্ষোভ বাম কংগ্রেসের
ABP Ananda Live: কর্ণাটকে ব্ল্যাক লিস্টেড, বাংলায় উৎপাদন, ব্যবহারে নিষেধ। তবু দেওয়া হয়েছিল, নিষিদ্ধ স্যালাইন। তার জেরেই কি মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু? অসুস্থ ৪ প্রসূতির মধ্যে ২ জন ভেন্টিলেশনে। বিষাক্ত’ স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ, অসুস্থ আরও ৩ প্রসূতি। এক প্রসূতির অবস্থা আশঙ্কাজনক। কেন অসুস্থ প্রসূতিদের শারীরিক অবস্থা বলা হচ্ছে না, বিক্ষোভ বাম কংগ্রেসের। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে SFI-DYFI-এর বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম ছাত্র-যুব সংগঠনের সদস্যদের। মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরাও। প্রসূতি মৃত্যু তদন্তে কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর। মেদিনীপুর হাসপাতালে চিকিৎসকদের ১৩ সদস্যের টিম। হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত চায় চিকিৎসকদের সংগঠন।
এবার মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে বাধা:
এদিকে, মালদার পর কোচবিহার, ফের সীমান্তে উস্কানি বাংলাদেশের। এবার মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে বাধা। কাঁটাতার দিতে বাধা BGB ও বাংলাদেশি নাগরিকদের। কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অবাধে গরু পাচারের অভিযোগ। অবাধে গরু পাচারের সুযোগ করে দিতেই কাঁটাতার দিতে বাঁধার অভিযোগ।