NOW READING:
Mamata Banerjee : DVC এর জলে ভাসছে Panskura, আজ পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী | Bangla News
September 19, 2024

Mamata Banerjee : DVC এর জলে ভাসছে Panskura, আজ পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী | Bangla News

Mamata Banerjee : DVC এর জলে ভাসছে Panskura, আজ পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী | Bangla News
Listen to this article



Mamata Banerjee : ডিভিসির জলে ভাসছে পাঁশকুড়া। এখনও জলের নীচে বেশ কয়েকটি …

source

11 Comments
    @PrantikDey-cp6uv

    যেন মুখ্যমন্ত্রী গিয়ে পরিদর্শন করে কিছু বাণী বিতরণ করলেই বন্যার জল হু হু করে নেমে যাবে তবুও বন্যা নিয়ন্ত্রণ করার কোন উদ্যোগ নেই প্রতি বর্ষায় মানুষের দুর্ভোগ!

    @balasingh1918

    আরে ডাকাত পিসি ভাইপোর চোর চ্যালারা ক্যানেল ড্রেজিং করার টাকা মেরে দিচ্ছে, খাল বিল ঝিলের পাশের জমি ছাই দিয়ে বুজিয়ে প্লট করে বিক্রি করে দিচ্ছে! এখন ডিভিসিকে গাল দিলে হবে!

    বাঁকুড়ার চোর অরূপ চক্রবর্তী তো ঝিলের পাড় বন্ধ করে মাছ চাষ করে, আর দুদিকের জল বেরোতে না পেয়ে বন্যা হয়। শুয়োরের বাচ্চা চোরটা আবার কাল ঢ্যামনামি করতে দেখতে গেছিল। শালা পাঁঠা নিজে বন্যার জন্য দায়ী, মেজিয়া ঝিলে খোঁজ নিলেই হারামির চুরির খোঁজ পাওয়া যাবে।

    @JHUMADAS-cu4wx

    মাননীয়া জল দেখে দৌড় দিয়েছেন……আর যা কিছু ত্রান এসেছে… সেখানে নেতারা নিজেদের মধ্যে লুটেই শেষ করে দিয়েছে….আমার নিজের বাড়ি জলের তলায় চলে গিয়েছে… আমাদের এলাকার কেউ কোনো ত্রান-সাহায্য পাচ্ছে না… ২ দিন ধরে Electricity নেই… খাওয়ার জল নেই… Please help the people…. মানুষের জীবন নিয়ে politics করবেন না Please…. সবাইকে সমান ভাবে খাওয়ার, জল এবং ত্রান সামগ্রী পোঁছে দিন 🙏

    @hirenpaul9833

    দুর্গাপূজার অনুদান বন‍্যা ত্রানে দেওয়া হোক,রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম হাতে ঐ টাকা দেওয়া হোক।

Leave a Reply