না, না, না কোনো রকম এই বছর দূর্গা পূজোটায় আনন্দ বা সামিল হতে পারবো না, আর,জি,করের নির্মম ঘটনাটা যেই মেয়েটির সাথে ঘটেছে সেই মেয়েটাকে বোন বলে মেনে নিয়েছি, তাহলেতো আমার অসুজ চলছে,আর এই অসুজ আমি মুখ্যমন্ত্রীর কথায় কোনো মতেই ভাঙতে পারবোনা,আশা করি আমার মতো আরো বহু মানুষ এই মেয়েটিকে বোন, মেয়ে, দিদি হিসেবে মোনে ভেবে নিয়েছেন, অনারাও নিশ্চয়ই আমার এই সিদ্ধান্তকে মেনে নেবেন, 🙏🙏🙏🙏🙏
You should take responsibility because you are Health Minister and Home Minister.
You please resign …we can join festival then.😡😡😡
এত নির্লজ্জ কেউ হতে পারে
আমরা কি আজকে বিচার পেলাম , যে উৎসব করব ? তোমার সেটিংস কমপ্লিট তোমার তো উৎসব পালন করবার মন করবেই 😡😡
Debi Durga mak barite Bose ahavan Kara hok , pujo pandel na giye ,
না, না, না কোনো রকম এই বছর দূর্গা পূজোটায় আনন্দ বা সামিল হতে পারবো না, আর,জি,করের নির্মম ঘটনাটা যেই মেয়েটির সাথে ঘটেছে সেই মেয়েটাকে বোন বলে মেনে নিয়েছি, তাহলেতো আমার অসুজ চলছে,আর এই অসুজ আমি মুখ্যমন্ত্রীর কথায় কোনো মতেই ভাঙতে পারবোনা,আশা করি আমার মতো আরো বহু মানুষ এই মেয়েটিকে বোন, মেয়ে, দিদি হিসেবে মোনে ভেবে নিয়েছেন, অনারাও নিশ্চয়ই আমার এই সিদ্ধান্তকে মেনে নেবেন, 🙏🙏🙏🙏🙏
ওদের ঘরে মরা মরলে কি এরকম ফিরে যেতে পারে কাজে