মালদায় পরপর তৃণমূল নেতাদের উপর হামলা, পরিস্থিতি খতিয়ে দেখলেন ডিজি
<p>ABP Ananda Live: পরপর তৃণমূল নেতা খুন, মালদায় রাজ্য পুলিশের DG। সকালে মালদা SP অফিসে নিহত তৃণমূল নেতার স্ত্রীর সঙ্গে কথা। মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে কথা। ইংরেজবাজার থেকে কালিয়াচকে গেলেন রাজ্য পুলিশের DG। তৃণমূল নেতাকে থেঁতলে খুন, SDPO অফিসেও গেলেন রাজীব কুমার। সার্কিট হাউসে DGP, গেলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কালিয়াচকে তৃণমূলকর্মীকে থেঁতলে খুনে এখনও মূল অভিযুক্ত অধরা! তৃণমূলকর্মীকে খুনের ৩দিন পার, এখনও অধরা মূল অভিযুক্ত জাকির! ইংরেজবাজারে তৃণমূল নেতা খুনেও এখনও অধরা ২ অন্যতম অভিযুক্ত। রোহন-বাবলুর খোঁজে ছবি দিয়ে পুরস্কার ঘোষণার পরেও ২ অভিযুক্ত অধরা!</p>
<p> </p>
<p> </p>
<p><strong>বহুতল বিপর্যয়ে তোলপাড়ের মধ্যেই এবার শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ</strong></p>
<p>১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িই অবৈধ। সন্তোষপুরে বাড়ি কিনেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। বাড়ির একটি ফ্লোর অবৈধ, দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। আগে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েও পরে বৈধ বলে ঘোষণা পুরসভার। এমনই গুরুতর অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। </p>
Source link