Malda: হাইকোর্টের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূলের কার্যালয় | ABP Ananda LIVE

Estimated read time 1 min read
Listen to this article



ABP Ananda LIVE: হাইকোর্টের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হল শাসক দলের …

source

You May Also Like

More From Author

27Comments

Add yours
  1. 11
    @beautifulmind2797

    "যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।

    অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্॥

    পরিত্রাণায় হি সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতাম।

    ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে॥"🚩🚩🚩🚩🚩

  2. 14
    @santanupatra8580

    শুধু পাটি অফিস ভাঙলে হবে না। চুরির টাকায় যে নেতাদের বাড়ি হয়েছে সেই গুলো ভেঙে গুড়িয়ে দিক।

  3. 15
    @sobarbangla6317

    নৈহাটিতে অনেক বিপজ্জনক একতলা, দোতলা ও বহুতলে গাছ গজিয়ে গেছে, চাঙর ভেঙে পড়ছে, দেওয়ালে উই ভরে গেছে।

  4. 16
    @sobarbangla6317

    নৈহাটি ক্যানিংহাম রোড, জর্জ রোড, অরবিন্দ রোড ও ফেরীঘাট সহ অনেক বিপজ্জনক একতলা ও দোতলা বাড়ি এবং দোকান আছে।
    বাড়ির দেওয়ালে গাছ গজিয়ে ফেটে যাচ্ছে।
    বাড়ির চাঙর ভেঙে পড়ছে। দেওয়ালে উই পোকা ভরে যাচ্ছে।
    ছাদ থেকে জল পড়ে।
    নিয়মিত ভাড়া দেওয়া সত্ত্বেও কিছু দোকানদার প্রানের ঝুঁকি নিয়ে ব্যবসা করছে, দোকান সুন্দর করে সাজাতে পারছে না। আপনারা এই বিষয়টা যদি একটু দেখেন তাহলে খুব ভালো হয়।
    অনেক ভাড়াটে বিনা ভাড়ায়/রেন্ট কন্ট্রোলে পরের ঘর দখল করে আছেন, যারফলে বাড়িওয়ালা ইচ্ছাকৃত/রাগ করে বাড়ি মেরামত করছে না, অনেক দোকানদার আতঙ্কে শেষ হয়ে যাচ্ছে।
    কোনো ভাড়া ও কর না দিয়েও কিছু মানুষ অন্যের দোকানের সামনে গার্ড করে রেখেছেন।
    এভাবে কোনো মানুষ সুস্থ ভাবে বাঁচতে পারবে না।

  5. 17
    @sobarbangla6317

    নৈহাটিতেও বেশকিছু পুরনো বিপজ্জনক বাড়ীর নীচে অনেক দোকান ঘর আছে।
    অনেক পরিবার বিনা ভাড়ায়/নামমাত্র ভাড়ায় পরের ঘর দখল করে থাকে, ওনাদের জন্য বাড়ি মেরামত হয় না, বাড়িওয়ালারাও ইচ্ছাকৃত উদাসীন।
    বিল্ডিং এ গাছ গজিয়ে যাচ্ছে।
    দোকানদার রা ভাড়া দিয়েও জীবনের ঝুঁকি নিয়ে রোজ ব্যবসা করছে।
    বাড়ি ভেঙে পড়লে দোকানদার দের রোজগার বন্ধ হয়ে যাবে, তখন তাঁদের পরিবারের দায়িত্ব কে নেবে?

  6. 18
    @sobarbangla6317

    যাঁরা বিনা ভাড়ায় এবং নামমাত্র ভাড়ায় পরের ঘর দখল করে থাকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
    যাঁরা সঠিক ভাড়া দেয় তাঁদের কেন বিপজ্জনক বাড়ির নিচে থাকতে হবে!?

  7. 24
    @rabiroy4656

    খুব ভালো কাজ করেছেন মুখ্যমন্ত্রী । Best work Mamata Banerjee ❤ এমন নিরপেক্ষ মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের নেই যিনি নিজের দলের রং না দেখে ব্যাবস্থা নেন। নির্লজ্জ অপদার্থ পাপ্পু চোর নরেন্দ্র মোদী, যোগী র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রাজ ধর্ম শেখা উচিত। জয় বাংলা💚 জয় কোলকাতা💚 জয় মা দুর্গা❤

+ Leave a Comment