অবশেষে পদত্যাগ ম্যাকাউটের অধ্যাপিকার, নেপথ্যে বিয়ে বিতর্ক?
<p>ABP Ananda Live: ‘বিয়ে’ বিতর্কে ইস্তফা ম্যাকাউটের অধ্যাপিকার। আগেই ছুটিতে পাঠিয়েছিল কর্তৃপক্ষ, এবার পদত্যাগ । হরিণঘাটার ম্যাকাউট ক্যাম্পাসে ‘বিয়ের’ ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। বিতর্কের জেরে পদত্যাগ অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়ের। আগে ম্যাকাউটের তদন্ত কমিটির রিপোর্টে অধ্যাপিকার ‘নাটক’ তত্ত্ব খারিজ।</p>
<p> </p>
<p><strong>মারের পাল্টা মার! মুখোমুখি আমেরিকা-চিন, ট্রাম্প মসনদে ফিরতেই নেমে এল বাণিজ্যযুদ্ধের ছায়া</strong></p>
<p> </p>
<p>আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প ফিরতেই শুরু হয়ে গেল যুদ্ধ। না, বিশ্বযুদ্ধ নয়, বাণিজ্যযুদ্ধ। আর তাতে মুখোমুখি দুই তাবড় শক্তিশালী দেশ আমেরিকা ও চিন। চিনা পণ্যের উপর সম্প্রতি ১০ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প। এর পাল্টা আমেরিকার পণ্যের উপর শুল্ক চাপানোর ঘোষণা করল চিন। (Trade War)</p>
<p>চিন জানিয়েছে, আমেরিকার কয়লার উপর ১৫ শতাংশ, তরল প্রাকৃতিক গ্যাসের উপর ১৫ শতাংশ এবং অশোধিত তেল, কৃষি যন্ত্রাংশ এবং বড় ইঞ্জিনের গাড়ির উপর ১০ শতাংশ শুল্ক বসাবে তারা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে আমেরিকার পণ্যের উপর শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে চিন। (US China Tariff War)</p>
Source link