Pollution: দূষণের চাদরে ঢাকা পড়েছে দিল্লি, রাজধানীতে দূষণের মাত্রা ৫০০ ছুঁইছুঁই। দূষণ-দৌড়ে পিছিয়ে নেই কলকাতাও। শহরের একাধিক জায়গায় দূষণের মাত্রা ২০০ ছাড়িয়েছে। তুলনামূলকভাবে যেখানে সবুজ বেশি, সেই ফোর্ট উইলিয়ামে দূষণের মাত্রা ২২৭। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে দূষণের পরিমাণ ১৮৬। শহরের ফুসফুস রবীন্দ্র সরোবর এলাকাতেও দূষণ-মাত্রা ১৩৯। শহরে দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি।
বাসে দুই যাত্রীর গন্ডগোল, পুলিশের সামনেই শিয়ালদা ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে চলল ভাঙচুর। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ। গতকাল শিয়ালদা স্টেশনের কাছে চলন্ত বাসে মহিলা সহযাত্রীর সঙ্গে অভব্যতার অভিযোগ ওঠে সহযাত্রীর বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করে শিয়ালদা ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে বসানো হয়। অভিযোগ, খবর পেয়ে সেখানে হাজির হন অভিযুক্তর পরিচিতরা। এদের মধ্যে একজন বাঁশ নিয়ে পুলিশ কিয়স্কে হামলা চালায়। পুলিশের সামনেই কিয়স্ক ভাঙচুর করা হয়। শিয়ালদার মতো জায়গায় পুলিশের সামনেই কিয়স্কে তাণ্ডবের ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা।