পরিবহণ সংক্রান্ত লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা
<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">ABP Ananda LIVE: </span>পরিবহণ সংক্রান্ত লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা। <span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">ব্যবসায়ীকে ২৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অফিসের সামনে নিয়ে গিয়ে ‘প্রতারণা’। পরিবহণ সংক্রান্ত লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে ‘প্রতারণা’। রাজ্য সরকারের বিভিন্ন দফতর, কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকে জানাশোনা আছে বলে দাবি অভিযুক্তর। ওই ব্য়বসায়ী হিলি সীমান্তে আমদানি-রফতানির ব্যবসা করেন। অভিযুক্তকে শেক্সপীয়র সরণি থানা গ্রেফতার করেছে, আজ তোলা হবে আদালতে। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জামিনঅযোগ্য ধারায় মামলা।</span></p>
<p> </p>
<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">আর জি কর-কাণ্ডে এবার কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাংশ ।’পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বইয়ে ছবি তৈরি হয়েছে, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি?’ । ‘বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা, যাঁরা তৃণমূলের পদাধিকারী…”…যাঁরা ক্ষমতার ছত্রচ্ছায়ায় রয়েছেন, মমতা-অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন’ । বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তাঁরা কী করছেন? প্রশ্ন কুণালের । ‘বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন’। এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে’ । অথচ টালিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতার সঙ্গে এক মঞ্চে, এক ফ্রেমে থাকেন…’ তাঁরা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত, আক্রমণ কুণালের। রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার। করুণাময়ীতে বিজেপির মহিলা মোর্চার মিছিল। মিছিল শুরুর আগেই করুণাময়ীতে পুলিশের ধরপাকড়। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে লাঠিচার্জ, কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস। </span></p>
Source link