NOW READING:
Kolkata News: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, গড়িয়াহাটে বেআইনি হকারদের সরাল পুলিশ। ABP Ananda Live
June 25, 2024

Kolkata News: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, গড়িয়াহাটে বেআইনি হকারদের সরাল পুলিশ। ABP Ananda Live

Kolkata News: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, গড়িয়াহাটে বেআইনি হকারদের সরাল পুলিশ। ABP Ananda Live
Listen to this article



Kolkata Update: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সক্রিয় ইলেকট্রনিক্স …

source

24 Comments
    @santusamanta1242

    চিন্তা করবেন না ফুটপাতে সবকিছু তুলে দিয়ে এবার চটি চাকা ভাতা দিবে চটি চাটলে আবার একটা নতুন ভাতা পেয়ে যাবে চটি চাটুন টিএমসি কে ভোট দিন চলে যেতে ভাতা নিয়ে নিন

    @বাংলারমুখbanglarmukh

    আমার বয়স ৩৮ বছর , চোখের সামনে নিউটাউন গড়তে দেখেছি, আমাদের চোদ্দ পুরুষের জমি নিয়ে সিপিএম অবাঙালি কোম্পানির হাতে তুলে দিয়েছে। এমনকি ফুটপাথ গুলোও তারা দখল নিয়েছে বিহার ঝাড়খন্ড থেকে এসে। গর্গ দা সহ অন্যান্য বাঙালি জাতীয়তাবাদী নেতাকে মেনশন করে বার্তা দিয়েছি। এই শহরটি এখন পুরোপুরি অবাঙালি। আর আমরা স্থানীয় বাঙালি মুসলিমরা নাকি বাংলাদেশী রোহিঙ্গা। কোন বাঙালি সবজিওলা ঠেলা নিয়ে বসলে পুলিশ তুলে দেয়। নিউটাউন, টেকনো সিটির পুলিশ অন্তত ৫০০০ বহিরাগত কে বসিয়েছে। আবাসন গুলোতে সম্পূর্ণ অবাঙালি রাজ। দাদা নিউটাউন অবাঙালি মুক্ত চাই, আবাসন থেকে ফুটপাথ।
    রাজাবাজার, পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট, মৌলালি, নিউ মার্কেট , বড় বাজার, মালদার দখল হওয়া ফুটপাথ সব পরিষ্কার হচ্ছে। এই উচ্ছেদ সাধারণ মানুষকে সুস্থ পরিবেশ দেবে। এই প্রথম মমতার এই পদক্ষেপে আমার পূর্ণ সমর্থন ।🏌️🏌️🏌️🏌️
    আমরা বাঙালিরা একটু ফ্রেস অক্সিজেন নিতে চাই, উর্দু, হিন্দির মাঝে দম বন্ধ হয়ে আসে। শুধু কলকাতা না, আসানসোল, ব্যারাকপুর, বিরাটি, মালদা, রামপুরহাট, দুর্গাপুর, নিউটাউন সব জায়গায় নিরপেক্ষ ভাবে উচ্ছেদ হোক।
    এমনিতেই দুর্নীতিবাজ মমতার তীব্র বিরোধী আমি। কিন্তু কলকাতাকে বিহারী মুক্ত দেখা আমার জন্যে স্বপ্ন ছিল। মফস্বল থেকে যখনই কলকাতায় আসতাম পড়াশুনার জন্যে, বর্তমানে ব্যবসার জন্যে ভীষণ ভাষাগত সমস্যা হত। প্রথম প্রথম মনে হত এটা বাংলা না বিহার ইউপি বা দিল্লির মত শহর। খোদ মেয়র নিজেই বহারাগত। এই শহর মোটেও ব্রিটিশ উপনিবেশের বাঙালির কলকাতা না, এটা দিল্লির উপনিবেশের বিহারীদের কলকাতা। তার প্রমাণ কলকাতার মেয়র নিজেই। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, শিলিগুড়ি হোক বাঙালির, ফুটপাথ হোক পথচারীর।।

    @kakolighosh2353

    পশ্চিম বাংলায় 1000 1200 টাকার ভিক্ষার থাকলেই ভোটে জেতা যাবে

Leave a Reply