Kolkata News: মহম্মদ আলি পার্কের পুজো ঘিরে উত্তেজনা । গোটা মণ্ডপে নিভল আলো

ABP Ananda LIVE: পঞ্চমীর রাতে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে, মণ্ডপ বন্ধ করে দিলেন, মহম্মদ আলি পার্কের পুজো উদ্য়োক্তারা। তাঁদের অভিযোগ,…
1 Min Read 27 89



ABP Ananda LIVE: পঞ্চমীর রাতে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে, মণ্ডপ বন্ধ করে দিলেন, মহম্মদ আলি পার্কের পুজো উদ্য়োক্তারা। তাঁদের অভিযোগ, অন্য় বছরে দর্শনার্থীরা যে রুট ধরে তাঁদের পুজো মণ্ডপে আসেন, এবার সেই রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ। ফলে মহম্মদ আলি পার্কের মণ্ডপে সেভাবে লোক হচ্ছে না। তারা চলে যাচ্ছে অন্য় পুজো মণ্ডপে। এই অভিযোগ তুলে শনিবার রাতে গোটা মণ্ডপে আলো নিভিয়ে দেন উদ্য়োক্তারা। দর্শনার্থীদের জন্য় পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়।

#durgapuja #Durgapuja2025 #ABPAnanda #Bengalinews #ABPAnandaDigital #ABPAnandaLIVE #BengaliNews #এবিপিআনন্দ #এবিপিআনন্দলাইভ #এবিপিআনন্দ #এবিপিআনন্দলাইভ
________________________________________________________________
Subscribe to our YouTube channel here:

About Channel:

ABP Ananda is a regional news hub which provides you with the comprehensive up-to-date news coverage from West Bengal and all over India and World. Get the latest top stories, current affairs, sports, business, entertainment, politics, spirituality, and many more here only on ABP Ananda.

ABP Ananda maintains the repute of being a people’s channel. Its cutting-edge formats, state-of-the-art newsrooms commands the attention of million Bengalis weekly.

Download ABP App for Apple:
Download ABP App for Android:

Social Media Handles:

Facebook:
Twitter:
Google+:

source

ABP ANANDA

27 thoughts on “Kolkata News: মহম্মদ আলি পার্কের পুজো ঘিরে উত্তেজনা । গোটা মণ্ডপে নিভল আলো

  1. পুলিশ তালেবান হয়ে গেছে রে ভাই ,সব মৌলবাদী কাজ কি একটা অবস্থা, একদম ঠিক নয় ,নিন্দা জানায় পুলিশ ভাইদের কে ,
    পুলিশ কে আগে জিজ্ঞাস কর কি জন্য করেছে ,তারপর লাফ দে,সাংবাদিক এর অধিকার তাদের নাই

  2. পাকিস্তানের পাশের সাইডের রাজ্যগুলোতে বিজেপি রাজনীতি করে পাকিস্তান কে নিয়ে কিন্তু তলে তলে পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলছে পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেয়ে আসে কিন্তু সাধারণ মানুষকে দেখাতে হবে যে আমরা পাকিস্তান বিরোধী অপারেশন সিন্দুর কিন্তু প্রকৃত সন্ত্রাসী খোজার কোন ইচ্ছে নেই বিজেপির৷ কারণ প্রকৃত সন্ত্রাসী তো বিজেপি দলের নেতারা নিজেরাই যারা দেশের মানুষকে বোকা বানাচ্ছে +আবার দেখেন পশ্চিমবঙ্গ বিজেপি রাজনীতি করছে বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য৷ এই রাজ্য টা ধ্বংস করার জন্য এই রাজ্যে সন্ত্রাসী কার্যক্রম বাড়ানোর জন্য ৷ আর মাঝখানের রাজ্যগুলোতে মানুষদের অন্ধবিশ্বাসী গাধা বোকা মনে করে বিজেপি৷এভাবেই তারা বিগত ১১ বছর মানুষকে অন্ধবিশ্বাসী গাধা বোকা ভেবে কাটিয়ে দিলো৷ এটাই হইলো আমাদের ভারতবর্ষের প্রকৃত রাজনীতির দল এবং রাজনীতির নেতারা৷ ডায়লগ শুধু পাকিস্তান বাংলাদেশ আর মানুষের কাছে ভোট নিয়ে দেশটাকে ধ্বংস করছে৷আপনারাই খেয়াল করবেন বেশিরভাগ বুদ্ধিমান প্রকৃত শিক্ষিত ভারতবাসী বেশিরভাগ গদি মিডিয়া চ্যানেল গুলোতে সারা ভারতবর্ষের মিডিয়াতে সারাদিন শুধু পাকিস্তান বাংলাদেশ৷ কিন্তু দেশের প্রকৃত সমস্যার কথাগুলো একবারও মুখ দিয়ে প্রায় উচ্চারণ হয় না।❤️🇮🇳❤️

  3. এরি নাম ডাইনীর রাজত্ব, এখন আপনারা ভাবুন আর ডাইনীকে কতোদিন ক্ষমতায় রাখবেন। ডাইনীর চিন্তাধারা হলো হিন্দুদের অনুষ্ঠান বন্ধ করে দুধেল গাইদের অনুষ্ঠানের বাড়বাড়ন্ত করা, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য।

  4. কলকাতা মেয়রের কি সুন্দর দায়িত্ব পালন করছেন আ হা হা প্রসংশনীয়,,সব থেকে হবে মহম্মদ আলি নামটা পরিবর্তন করে নতুন নাম করন করা হোক,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  5. কি লাভ এসব করে,কয়েকদিন লাফালাফি তারপর মদগাজা বিসর্জনের নামে অত্যন্ত নিকৃষ্ট ভাবে অপমান করে পানিতে ডুবানো হয়

  6. চিন্তা নেই গোটা পশ্চিমবঙ্গেই বন্ধ হয়ে যাবে কয়েক বছরে! মেরুদণ্ডী প্রাণীদের লজ্জা বাঙালি হিন্দুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে নিজেদের সব কিছু শেষ হতে!

  7. কোন শিশু যখন যে সম্প্রদায় জন্ম গ্রহণ করে আজীবন সেই সম্প্রদায়ের প্রতি তার আনুগত্য থাকাটাই স্বাভাবিক।কালিঘাটের ঘটনা, হিজাব পরে উদ্বোধন মা দুর্গার,ববি হাকিমের বাংলা ভাষার প্রতি বিদ্বেষ, হুমায়ন কবীরের হিন্দুদের কেটে নদীতে ভাসিয়ে দেবার মন্তব্য,সায়নী ঘোষের মহাদেব কে কন্ডম পরানো,মহুয়ার মা কালিকে বাৎগো করা, আরো ঋষি মুনিদের অপমান,জাতিয় সঙ্গীত ভূল গাওয়া, বালি,গরু,পাথর,চাকরি চোর দের আড়াল,সব‌ই করেছেন সেই মেয়ে যাকে বাংলা চায় বলা হয়েছিল। সেই মেয়ে যে জন্ম গত সম্প্রদায়ের অনুগত হবে এটাই স্বাভাবিক। সে যদি প্রকৃত হিন্দু বায়ুনের মেয়ে হোত ।তার চরিত্র তার হৃদয় এতো নোংরা হোত না আর ওই। সবনোৎরা কাজ গুলো কে সমর্থন ও করতো না।

  8. এটাই কি হিন্দু ধর্মের শিক্ষা? রাস্তা নিয়ে পুজো বন্ধ করে দিয়ে দুর্গার দর্শন বন্ধ করে ভারত সরকার দুর্গার চরম অপমান করছে । এই লজ্জা রাখার জায়গা নেই ।

  9. সব ধরনের পার্ক গুলোতে পুজা করা বন্ধ করে দিন সঠিক সিদ্ধান্ত নিতে হবে পুলিশ সুপার এবং সরকারের দায়িত্বশীল নিযুক্ত করে বুঝিয়ে দেখিয়ে ঠিক ঠাক করে। এবারের কোনো দিন কোনো ভাবে পুজোর আয়োজন করা যাবে না বন্ধ করুন এবং বিকল্প জায়গা তৈরী করে পুজা পারথ্যনা করা হোক। পার্ক গুলো পার্ক হিসেবেই থাকতে দীন থাকলে দূষণ মুক্ত কলকাতা হৌক এই চাই এই আশায় করি। মানুষ গুলো বুঝতে শিখুন অন্যকে বুঝিয়ে বলো আর সেই মতো কাজ কর্ম নীতি নিয়ম পালন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *