খোদ লকার ইন-চার্জের বিরুদ্ধেই লকার থেকে গ্রাহকের গয়না চুরির অভিযোগ কলকাতার ব্যাঙ্কে ! ধৃত ২
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার ইন চার্জের বিরুদ্ধেই লকার থেকে গ্রাহকের গয়না চুরির অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেল। পার্ক স্ট্রিটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে কসবার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে নগদ ৩০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। লেকটাউন ও কসবার দু’টি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৬০ লক্ষ টাকার সোনা। কয়েক মাসের মধ্যেই নগদ ৪২ লক্ষ টাকা দিয়ে দু’টি গাড়ি কেনেন মৌমিতা শি। দাদার নামে খোলা হয়েছিল কোম্পানি, সেই কোম্পানিতে ৩ মাসে জমা পড়ে ৫০ লক্ষ টাকা। চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে দাদা ও বোনকে। ধৃতদের নাম মৌমিতা শি ও মিঠুন শি। গ্রাহকদের ভুল বুঝিয়ে চাবি ডুপ্লিকেট করে গয়না চুরি করা হয়েছিল বলে খবর পুলিশ সূত্রে।
গত ডিসেম্বর মাসে এক গ্রাহক অভিযোগ করেন, তাঁর যে লকার রয়েছে সেখান থেকে গয়না উধাও হয়ে গেছে। এনিয়ে তদন্তে নামে পার্কস্ট্রিট থানা। এরপর তদন্তে নামে লালবাজারে ব্যাঙ্ক ফ্রড সেকশন। তদন্ত করে তাঁরা জানতে পারেন, ব্যাঙ্কের মধ্যে গ্রাহকরা গয়না রেখে যাওয়ার পর, গ্রাহকদের ভুল বুঝিয়ে সেই চাবি অভিযুক্ত মৌমিতা নকল করে নিতেন। গ্রাহক চলে যাওয়ার পরে সেখান থেকে অল্প অল্প করে তিনি গয়না চুরি করতেন বলে অভিযোগ। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, বোন গয়না চুরি করার পর, সেই গয়না দাদা বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। সেই নগদ টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছে। পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। যদিও তাঁদের আইনজীবীর দাবি, মিথ্যা মামলায় ভাই-বোনকে ফাঁসানো হয়েছে।
জানুয়ারিতে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
বছরের প্রথম মাসেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে মোট ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্ককর্মীদের। অর্থাৎ জানুয়ারিতে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এতে যেমন সাপ্তাহিক ছুটির (Holiday List) দিনগুলিও উল্লিখিত আছে, তেমনি উল্লেখ রয়েছে দ্বিতীয় ও চতুর্থ শনিবারের। জানুয়ারি মাসের (Bank Holiday 2025) শুরুর দিনে অর্থাৎ ১ জানুয়ারি নববর্ষ উপলক্ষ্যে ছুটি রয়েছে। আর কবে কবে ছুটি দেখে নিন তালিকা।
২০২৫ সালের জানুয়ারি মাসে ছুটির তালিকা
১ জানুয়ারি – নববর্ষের দিন
২ জানুয়ারি – মন্নম জয়ন্তী
৫ জানুয়ারি – রবিবার
৬ জানুয়ারি – গুরু গোবিন্দ সিং জয়ন্তী
১১ জানুয়ারি – দ্বিতীয় শনিবার
১২ জানুয়ারি – রবিবার এবং বিবেকানন্দ জয়ন্তী
১৪ জানুয়ারি – মকর সংক্রান্তি ও পোঙ্গল
১৫ জানুয়ারি – তিরুবল্লবর দিবস, মাঘ বিহু এবং মকর সংক্রান্তি
১৬ জানুয়ারি – উজ্জবর তিরুনল
১৯ জানুয়ারি – রবিবার
২২ জানুয়ারি – ইমোহন
২৩ জানুয়ারি – নেতাজী সুভাষ জয়ন্তী
২৫ জানুয়ারি – চতুর্থ শনিবার
২৬ জানুয়ারি – প্রজাতন্ত্র দিবস
৩০ জানুয়ারি – সোনম লৌসের
আরও দেখুন