কলকাতা :বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতীয়দের অবদান অনস্বীকার্য। আর অধুনা সেই বাংলাদেশেই ভারতের জাতীয় পতাকা মাড়িয়ে চলছে যাতায়াত। তাও আবার শিক্ষা প্রতিষ্ঠানে , পরিকল্পিত ভাবে। দ্বিধাহীন ভাবে তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে পড়ুয়ারা। ছবি ভাইরাল হয়ে ছড়িয়ে গিয়েছে গোটা বিশ্বে। কিন্তু এ নিয়ে কোনও বিরোধিতা করেনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতবিরোধী স্লোগান উঠছে সেখানে মুহুর্মুহু। অথচ নীরব ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সে দেশে প্রতিদিন লাঞ্ছিত, নিগৃহীত, লক্ষ লক্ষ হিন্দু। তছনছ করা হচ্ছে একাধিক মঠ, মন্দির। সে দেখে সংখ্যালঘুদের অধিকার চেয়ে আন্দোলন করা সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ জেলবন্দি। এই ঘটনার প্রতিবাদের ঢেউ এবার এ দেশে। বাংলাদেশ থেকে ভারতে বহু রোগী চিকিৎসা করাতে আসেন। কিন্তু এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আসা রোগী দেখা বন্ধ রাখলেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ইন্দ্রনীল সাহা। সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্টতই জানিয়েছেন ‘ BUET ইউনিভার্সিটির প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা! চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ, পরে রোজগার।’
তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেটিজেনদের অনেকেই। আবার বিরুদ্ধ মতেরও প্রতিফলন ঘটেছে। যেমন মলয় মুখোপাধ্যায় বলে একজন লিখেছেন , ‘ভারতের উচিত এই মুহূর্তে সমস্ত রকমের সাহায্য বন্ধ করা। যদি এদেশের রাজনৈতিক নেতাদের সামান্যতম দেশের জন্য সম্মানবোধ থেকে থাকে’ । মুনির আহমেদ বলে একজন আবার একজন লিখেছেন ‘ডাক্তার বাবুকে ধন্যবাদ। আশা করি অন্য ডাক্তারেরাও এগিয়ে আসবেন এই কাজে। বাংলাদেশের রোগীরা চিকিৎসার জন্য ইন্ডিয়া যাচ্ছে না, এর চাইতে খুশীর সংবাদ আর কী হতে পারে…….’।
তবে বেশিরভাগই সাধুবাদ জানিয়েছেন চিকিৎসককে। এই চিকিৎসককে সোশ্যাল মিডিয়ায় সমর্থন জানিয়েছেন, চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। মহম্মদ সইম হোসেন সোহেল লিখেছেন,’ কিছু মানুষ বেশিই বিশৃঙ্খলা পছন্দ করে। কোন দেশের জাতীয় পতাকা অবমাননা এটা ভালো হয়নি, একা উদ্দেশ্য প্রণোদিত। মানুষের মাঝে বিদদেশ হারানোর জন্য ই করেছে, তারা অশান্তি প্রিয়। কিছু মুষ্টিমেয় মানুষের প্রকাশ পুরো দেশের মানুষের মতামত নয় এটা মনে রাখা দরকার ‘ (বানান অপরিবর্তিত রাখা হয়েছে)
অন্যদিকে, এই আবহে বাংলাদেশি রোগী ভর্তি করা বন্ধ করে মানিকতলার জেএন রায় হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য়, দেশের ওপরে কিছু নেই, তাই আপাতত বাংলাদেশি রোগীদের সব রকম চিকিৎসা বন্ধ রাখবে তারা ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন, ওপারে হামলা, এবার এপারে হাসপাতালে বাংলাদেশিদের ‘No-Entry’ ! ‘বাংলাদেশিদের রোগীদের ভর্তি নয়..’
আরও দেখুন