‘যত ছোটই জমি হোক, বাড়ি তৈরির অনুমোদন দেবে কলকাতা পুরসভা..’ !
![‘যত ছোটই জমি হোক, বাড়ি তৈরির অনুমোদন দেবে কলকাতা পুরসভা..’ ! ‘যত ছোটই জমি হোক, বাড়ি তৈরির অনুমোদন দেবে কলকাতা পুরসভা..’ !](https://i0.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/07/f7aec4f4379b26930293dabcd59249db1738947680397484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
কলকাতা: নতুন বছরের শুরুতে যখন শহরের একের পর এক বহুতল হেলে পড়ার খবর আসছে, তখনই বড় ঘোষণা মেয়রের। সাড়ে ৪০০ বর্গ ফুট জমিতেও এবার বাড়ি তৈরির অনুমোদন দিল কলকাতা পুরসভা ! ছোট জমিতেও অনুমতি দেবে পুরসভা। বেআইনি বাড়ি না করে, অনুমোদন নিন, আবেদন মেয়র ফিরহাদ হাকিমের। তীব্র কটাক্ষ বিজেপি নেতা সজলের। রাখলেন বড় প্রশ্ন।
এদিন ফিরহাদ হাকিম বলেন, কলকাতা পুরসভার আপনাদের জানিয়ে দিতে চাই যে, ছোট ছোট জমি, তারও আমরা Sanction Plan দিচ্ছি। আজকেই আমি একটা সই করেছি। ওয়ার্ড নং ১০৪ । ১০ ছটাক জমি। নুন্যতম ছাড় দিয়ে আমরা এটাকে Sanction করেছি।কারও অবৈধ বাড়ি করার দরকার নেই। আপনারা প্রত্যেকেই Building Plan এর জন্য জমা দিন। সব কাগজপত্র জমা দেওয়ার পর, ১৫ দিনের মধ্যেই যদি Building Plan না পান, তাহলে সোজাসুজি আমার ঘরে আসবেন।’
মেয়রের এই বার্তার পর তীব্র কটাক্ষ বিজেপি নেতা সজল ঘোষের। তিনি বলেছেন, মেয়রের ওটা আসলে মুখের কথা। আসল কথা হচ্ছে যত ছোট টাকাই হোক, আমি ছাড়ব না। আমি প্রশ্ন করি, ১০ ছটাক জমির উপরেও আমরা ৪ তলার অনুমতি দেব। আমি জিজ্ঞাসা করি এখানে ১২-১৪ বছর ধরে তৃণমূলের সরকার, এই পুরসভাও ২০১০ থেকে টানা আছে। মাঝে ৫ বছর গ্যাপ দিলে, তার আগের পুরসভাও তৃণমূল নের্তৃত্বধীন, আমি তাহলে প্রশ্ন করি এতদিন এগুলি বেআইনি ছিল কেন ?’
আরও পড়ুন, আগামীকাল বহু ট্রেন বাতিল এই শাখায় ! বড় ঘোষণা পূর্ব রেলের, ট্রাফিক ও পাওয়ার ব্লকের জের..
আরও দেখুন