# Tags
#Blog

Government Hospital: ভয়ংকর! ৭ বছরের শিশুর গালের ক্ষত সেলাইয়ে নয়, ফেভিকুইকে আটকাল নার্স…

Government Hospital: ভয়ংকর! ৭ বছরের শিশুর গালের ক্ষত সেলাইয়ে নয়, ফেভিকুইকে আটকাল নার্স…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ। তবে এইটা অন্য ঘটনার তুলনায় একেবারেই আলাদা। যা শুনলে গা শিউড়ে উঠবে। সরকারি হাসপাতালে যাওয়ার আগে দুবার ভাববেন সকলেই। সাত বছর বয়সী এক শিশুর গালে গভীর ক্ষত নিয়ে আসে সরকারি হাসপাতালে। সেখানে সেলাইয়ের পরিবর্তে ফেভিকুইক ব্যবহারের অভিযোগ এক নার্সের বিরুদ্ধে। ঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছে জানা গিয়েছে।

পিটিআই সূত্রের খবর, শিশুটির বাবা-মায়ের রেকর্ড করা একটি ভাইরাল ভিডিয়োর মাধ্যমে এই ঘটনাটি প্রকাশ্যে আসে। যেটি ভাইরাল হওয়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তার মান নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাটি ঘটে, গত ১৪ জানুয়ারি হাভেরি জেলার হানাগল তালুকের আদুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

জানা গিয়েছে, এদিন গালে গভীর ক্ষত নিয়ে হাসপাতালে আসে বছর সাতের গুরুকিষণ আন্নাপ্পা হোসামানি। ক্ষত খুবই গভীর থাকায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বাচ্চাটির। ফলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। তবে, ক্ষতস্থানে সঠিকভাবে সেলাই করার পরিবর্তে, জ্যোতি নামে এক নার্স ফেভিকুইক লাগিয়ে দেয়। অভিযুক্ত নার্সের দাবি, সেলাইয়ের পরিবর্তে এটি একটি ভালো বিকল্প। কারণ সেলাই করলে গালে স্থায়ী দাগ থেকে যাবে। ফেভিকুইকে তা থাকবে না।

আরও পড়ুন:Attack on Woman: অবৈধ পার্কিংয়ের প্রতিবাদ করায় হামলা! প্রকাশ্যে তরুণী আইনজীবীকে অস্ত্রের কোপ…

নার্সের এই অস্বাভাবিক আচরণে শিশুটির বাবা-মা ভীত হয়ে ভিডিয়ো রেকর্ড করে। সেখানে অভিযুক্ত নার্সকে এ-ও বলতে শোনা যায়, সে বছরের পর বছর ধরে এই কাণ্ডটি ঘটিয়ে আসছে। পরবর্তীতে শিশুটির বাবা-মা ওই নার্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং ফুটেজটি প্রমাণ হিসেবে জমা দেন।

এরকম এক বীভত্‍স কাণ্ড ঘটানো সত্ত্বেও, অভিযুক্ত নার্সকে কর্তৃপক্ষ প্রথমে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ৩ ফেব্রুয়ারি জ্যোতিকে অন্য একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র – হাভেরি তালুকের গুট্ঠল স্বাস্থ্য ইনস্টিটিউটে – স্থানান্তরিত করে। যার জেরে জনসাধারণের ক্ষোভ আরও বেড়ে ওঠে। ফলে উচ্চপদস্থ কর্মকর্তারা হস্তক্ষেপ করতে বাধ্য হন। কর্ণাটকের মুখ্য সচিবের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর, স্বাস্থ্য বিভাগ প্রাথমিক প্রতিবেদন পর্যালোচনা করে নার্সকে বরখাস্ত করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষেবা কমিশনারের কার্যালয়ের এক বিবৃতিতে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, স্পষ্ট করে বলা হয়েছে যে ফেভিকউইক চিকিৎসা ব্যবহারের জন্য অনুমোদিত নয়। অন্যদিকে, জানা গিয়েছে শিশুটি সুস্থ আছে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal