মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীতে দুর্নীতির অভিযোগ
<p>ABP Ananda Live: ট্যাব দুর্নীতির পর এবার সামনে এলো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীতে দুর্নীতির অভিযোগ। মানিকচকের এনায়েতপুর উচ্চ-বিদ্যালয়ে একাধিক ছাত্রীর নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অভিযোগ। <br />অভিযোগ, মোট ৪২ জন ছাত্রীর অ্যাকাউন্টে ধরা পড়েছে জালিয়াতি। ভুয়ো অ্যাকাউন্ট খুলে কন্যাশ্রীর টাকা আত্মসাৎ করার অভিযোগ। দুর্নীতিতে অভিযুক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। ছাত্রীদের নিয়ে মানিকচক থানার দ্বারস্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সমস্ত অভিযোগ ভিত্তিহীন, দাবি সহকারী প্রধান শিক্ষকের। </p>
<p> </p>
<p> </p>
<p><strong>আর জি কর মেডিক্যাল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক</strong></p>
<p>এদিকে, আর জি কর মেডিক্যাল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। গত মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল’ কোম্পানির তৈরি ১৪টি ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। তারপর গতকাল, এই কোম্পানির ১০টি ওষুধ বন্ধের নির্দেশিকা দিল আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ। তাহলে কী এতদিন এই ওষুধগুলো ব্যবহার করা হচ্ছিল? স্বাস্থ্য দফতরের নির্দেশের পরই তা কেন বন্ধ হল না? প্রশ্ন চিকিৎসকদের একাংশের।</p>
<p>নদিয়ার রানাঘাটে তৃণমূলের মহিলা কর্মীদের পিকনিকে BDO-র উপস্থিতি ঘিরে বিতর্ক। উত্তরীয় পরে, সম্বর্ধনা নিতেও দেখা যায় BDO-কে। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। বিজেপির কটাক্ষ, শাসকদলের সঙ্গে প্রশাসনের যোগসাজশে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। গুরুত্ব নারাজ তৃণমূল। BDO-র সাফাই, পঞ্চায়েত সমিতির সভাপতির অনুরোধে বনভোজনে যান, এর সঙ্গে রাজনীতির যোগ নেই।</p>
Source link