0
0
Listen to this article
Read Time:1 Minute, 23 Second
Partha Mukharjee: ‘রাজ্যের এত ইস্যু থাকতেও কেন বিরোধীরা নিজেদের শক্ত অবস্থানে আনতে পারছে না?এটা খুব সঙ্গত প্রশ্ন। শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলার জন্য আমরা সরকারের দিকে তাকিয়ে থাকি। শিক্ষা জগতের সঙ্গে যুক্ত অনেকেই জেলে গেছেন, তাদের একে একে জামিন পেয়ে যাচ্ছেন। সুতরাং তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে। অতিরিক্ত নিয়োগ নিয়ে বাংলার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা সংবিধানবিরোধী। সারদা নারদার কথা মানুষ ভুলে গেছে। নিয়োগ দুর্নীতির জাল শুধু শিক্ষা দফতরে ছড়িয়ে নেই। পশ্চিমবঙ্গের হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে বিশ্বাস করে না। সত্যিকারের উন্নয়ন দেখতে হলে আপনাকে যেতে হবে পুনে, হায়দ্রাবাদ, মাদ্রাজ, মুম্বই। আজকের পশ্চিমবাংলা বৃদ্ধাশ্রমে পরিণত হতে চলেছে।’ এবিপি আনন্দের ‘যুক্তি তক্কো’ অনুষ্ঠানে এসে আর কী বললেন পার্থ মুখোপাধ্যায়? ABP Ananda live
About Post Author
JagoronBarta
জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Post Views: 3