আজ তৃণমূলের (TMC) মুখপত্র ‘জাগো বাংলা’-র শারদ সংখ্যা উদ্বোধন অনুষ্ঠানে নজরুল মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলীয় মুখপত্রের শারদসংখ্যার উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), বাবুল সুপ্রিয়, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, কুণাল ঘোষ-সহ অনেকে। আজ অনুষ্ঠানে তৃণমূল নেত্রী বলেন, “করোনা বিধি মেনে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ অনেক গুণী মানুষ এসেছেন এই অনুষ্ঠানে। আমরা ঠিক করেছি, হিন্দি গানের পাশাপাশি বাংলা গান আরও ভালো করে কীভাবে করা যায়, তার ভাবনাচিন্তা করব। বাংলার সংস্কৃতি, শিক্ষা, সভ্যতা সবকিছু খুব ভালো।” পাশাপাশি লখিমপুরকাণ্ডে মুখ্যমন্ত্রী বলেন, “লখিমপুরে যাঁরা মারা গেছেন, যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তৃণমূলই একমাত্র দল যার নেতারা তাঁদের বাড়িতে পৌঁছতে পেরেছেন। এটা একটা বড় ব্যাপার।” তিনি যোগ করেন, “জাগো বাংলা চালু করার জন্য অভিষেককে ধন্যবাদ জানাব। কুণাল ঘোষ এবং ওঁর টিমকে বিশেষভাবে ধন্যবাদ জানাব।”
#MamataBanerjee #LakhimpurUpdate #ABPAnanda #ABPAnandaLive #BanglaNews
________________________________________________________________
Subscribe to our YouTube channel here:
About Channel:
ABP Ananda is a regional news hub which provides you with the comprehensive up-to-date news coverage from West Bengal and all over India and World. Get the latest top stories, current affairs, sports, business, entertainment, politics, spirituality, and many more here only on ABP Ananda.
ABP Ananda maintains the repute of being a people’s channel. Its cutting-edge formats, state-of-the-art newsrooms commands the attention of million Bengalis weekly.
Download ABP App for Apple:
Download ABP App for Android:
Social Media Handles:
Facebook:
Twitter:
Google+:
source

বাংলার মানুষ বিজেপিকে লাথ মেরে বাংলা থেকে তাড়িয়েছে,
এবার দেশ থেকে বিজেপিকে লাথ মেরে তাড়ানোর সময় এসেছে।
Maldha tha 1jon bangali meya rape hoicha tar baritha kono Tmc mp,mla jabe na?
Asansol,bankura,purulia arambag koto bangali family ar bari nai,food nai,drinking water nai tader satha Tmc mla,mp ra dekha korba na?
ওখানে তো আপনাদের যোগী জি যেতে দিয়েছে নাটক করে লাভ নেই আস্তে আস্তে একদিন টিক সত্যি টা মানুষ বুজবে
দুটো চাটা মহান মানুষ
দুই দল মিলেমিশে একাকার, বীজেমূল । বাংলার মানুষের উচিত আগামী লোকসভা নির্বাচনে এই বীজেমূল কে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা
টাকলু জি দম হে তো রোক লো
যতো সব চোর এক জায়গায় হয়েছে
বাংলার রসায়ন ও খানেও কাজে লাগাতে চায় তাই একটি আর কাঠি চাই সে কাজে ট্রিনু দের অপেক্ষা আর ভালো কে আছে কংগ্রেস সহ বিভিন্ন দল যাতে সঠিক ভাবে জোট বদ্ধ না হতে পারে সে জন্য ই এই দালাল দের নকল বিরোধী সাজানো প্রয়োজন আশার কথা দেরিতে হলেও কং নেতৃত্ব সেটা বুঝতে সক্ষম হয়েছে ।
দিদি উত্তরপ্রদেশে কেউ চিনেনা আপনাদের 😂
তৃণমূল যে একটা পার্টি সেটা কেউই গুরুত্ব দেয়না সেটা রাজ্যের বাইরে তো আপনাদের জনশূন্য সমর্থক তাই কেন্দ্র সরকার আর গুরুত্ব দেয়না.. অত মাথাব্যাথা নেই ওদের
দিদি ও মোদী সব এক।কেউ দেশ বিক্রি করছে। কেউ রাজ্য বিক্রি করছেন। চোরে চোরে মাসতুতো ভাই বোন।
আরেব্বাস ভাবা যায়
আমার হাসি পায় ম্যাডামের কথা শোনে, নিজ রাজ্যর মানুষ বাড়ি ঘরে থাকতে পারছেন না আর লখিমপুর নিয়ে ভাবনা— এটাই যদি রাজনীতির অ,আ,ক,খ হয়– তাহলে রাজনীতির পাঠে না যাওয়ায় ভালো। দিদি প্রধানমন্ত্রী হতে পারতেন কিন্ত একদিন ছোবল মারবেন আদরের ভাইপো। হিংসামূলক আচরণ দিয়ে রাজনীতিতে টিকে থাকা যায় না,আজ পশ্চিমবঙ্গে ও ত্রিপুরায় সিপিএম কে দুরবীন দিয়ে খোঁজে পাওয়া যায় না কারণ অত্যাচারের একটা সীমা থাকে।
Kano parbena kanona BJP dosor hisabe oder already permission chilo jeta anya kono birodhi daler chilana.
Choti tor lokjon kashmir e Kobe jabe?naki?
Mamata didi good work
মোহন ভগবৎজীর অনুপ্রেরণায় পুলিশ লখিমপুরে পৌঁছে দিয়েছে। অন্যান্যদের গ্রেফতার করেছে।
Kolkata this time new London loved
## Mumta didi ❤️ Zindabad 😎 ##
আপনাদের লোকদের যেতে দিল। কংগ্রেস কে আটকালো। কারণ যাতে বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হয়।
Didi jago bangla papers jahata pae sae babotsha korun
Khub valo khobor