NOW READING:
ভেস্তে গেল ম্যাচ, টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কেকেআর, ১ পয়েন্ট পেয়ে কততে উঠে এল কোহলিদের আরসিবি?
May 17, 2025

ভেস্তে গেল ম্যাচ, টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কেকেআর, ১ পয়েন্ট পেয়ে কততে উঠে এল কোহলিদের আরসিবি?

ভেস্তে গেল ম্যাচ, টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কেকেআর, ১ পয়েন্ট পেয়ে কততে উঠে এল কোহলিদের আরসিবি?
Listen to this article


নয়াদিল্লি: দিন দশেক স্থগিত থাকার পর শনিবার, ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্সের (RCB vs KKR) ম্যাচ দিয়ে আইপিএল (IPL 2025) পুনরায় শুরু হওয়ার কথা ছিল। তবে শুরু আর হল কই। আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা সত্যি করেই বিকেল গড়াতে বেঙ্গালুরুতে ঝেপে নামল বৃষ্টি। এমন বৃষ্টির জেরে ম্যাচে খেলা শুরু করা তো দূর, টসই করা গেল না। সম্পূর্ণ ভেস্তে গেল খেলা। এক পয়েন্ট করে ভাগ করে নিল আরসিবি ও কেকেআর।

এই ম্যাচ জিতলেও যে খুব একটা লাভের লাভ হত তেমন না, তবে প্লে-অফের ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখতে দুই পয়েন্টই কেকেআরের একমাত্র বিকল্প ছিল। কিন্তু ম্যাচ ভেস্তে যাওয়ায় প্লে-অফের সব আশা শেষ হয়ে গেল। বিগত দুইবারের মতো এবারও কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরে প্লে-অফে পর্যন্ত উঠতে পারল না।

আরসিবির ক্ষেত্রে ছবিটা কিন্তু এবারে সম্পূর্ণ ভিন্ন। আট ম্যাচ জিতে প্লে-অফের দোরগোড়ায় ছিল আরসিবি। এই ম্যাচে এক পয়েন্ট পেয়ে গুজরাত টাইটান্সকে টপকে লিগ তালিকায় একেবারে শীর্ষে পৌঁছে গেল তাঁরা। বিরাট কোহলিদের প্লে-অফ কার্যত নিশ্চিত। হ্যাঁ, এখনও কার্যত নিশ্চিতই। ১৭ পয়েন্ট পেলেও আরসিবির প্লে-অফ যাওয়ার টিকিট এখনও পাকা হয়নি। সম্ভাবনা খুবই সামান্য হলেও, এখনও অঙ্ক বিপক্ষে গেলে আরসিবি টুর্নামেন্ট থেকে ছিটকেও যেতে পারে।

আরসিবি নিজেদের দুই ম্যাচই যদি হারে এবং দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স দুই ম্যাচ জেতে এবং পঞ্জাব কিংস এক ম্যাচে জয় পায়, তাহলে একাধিক দলের দখলে ১৭ পয়েন্ট হবে। সেক্ষেত্রে প্লে-অফে পৌঁছনোটা নেট রান রেটের বিচারেই হবে, তাই আরসিবির প্লে-অফ এখনও নিশ্চিত নয়। কিন্তু এই সম্ভাবনা যে বেশ কম, তা বলাই বাহুল্য।

বৃষ্টির আশঙ্কা ছিলই। শনিবার সন্ধ্যা থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে বেঙ্গালুরুতে। টস পিছিয়ে যায়। তবু মনে করা হয়েছিল যে, বৃষ্টি থামলে ম্যাচ শুরু করা যাবে। চিন্নাস্বামী স্টেডিয়ামের জল নিষ্কাশনী ব্যবস্থা বিশ্বমানের। বৃষ্টি থামলে ৪০-৪৫ মিনিটের মধ্যে খেলা শুরু করে দেওয়া সম্ভব। আইপিএলের নিয়ম হচ্ছে, বৃষ্টিতে টসও না করা গেলে ম্যাচ শুরুর জন্য সর্বোচ্চ রাত ১০টা ৫৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করা যায়। সেক্ষেত্রে ৫ ওভার করে দুই ইনিংসের ম্যাচ হয়। কিন্তু তার জন্য রাত ১০.৪০ মিনিটে টস করতে হয়। শনিবার রাত ১০.২৩ মিনিটেও যখন বেঙ্গালুরুতে বৃষ্টি থামল না, তখনই ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। 

আরও দেখুন



Source link