নয়াদিল্লি: সপ্তাহখানেক স্থগিত থাকার পর আগামী ১৭ মে, শনিবার কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে আইপিএল (IPL 2025) পুনরায় চালু হতে চলেছে। আইপিএল চলাকালীন সাধারণত তেমন কোনও দেশ আন্তর্জাতিক ক্রিকেট খেলে না। কিন্তু টুর্নামেন্ট এক সপ্তাহ পিছিয়ে যাওয়াতেই বিপত্তি। আন্তর্জাতিক ম্যাচগুলির সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে আইপিএল। এর জেরে সমস্যায় পড়তে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলের নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্টের গ্রুপ পর্ব চলবে ২৭ মে পর্যন্ত, ২৯ মে থেকে শুরু প্লে-অফ। আবার ওই দিন থেকেই ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে মাঠে নামতে চলেছে। আইপিএল নিলামের আগে ইসিবি বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি করেছিল যে বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের আইপিএল চলাকালীন তাঁরা দলে ডাকবেন না। সেই কারণেই জেকব বেথেলকে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচের জন্য ডাকা হয়নি। তবে টুর্নামেন্ট পিছিয়ে যাওয়াতেই বিপত্তি।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সদ্য ঘোষিত ইংল্যান্ডের স্কোয়াডে জস বাটলার, জেকব বেথেল, জোফ্রা আর্চার, উইল জ্যাকসরা রয়েছেন। বাটলার, জ্যাকসদের গুজরাত টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স এবং বেথেলের আরসিবি, তিন দলই এবারের আইপিএলের প্লে-অফে পৌঁছনোর দৌড়ে বেশ ভাল জায়গায় রয়েছে। তবে যা শোনা যাচ্ছে ইসিবি নিজের ক্রিকেটারদের টুর্নামেন্টের প্লে-অফের জন্য না রেখে দেশে ডেকে নিতে চলেছে। এক্ষেত্রে ইসিবির তরফে যুক্তি দেওয়া হচ্ছে চুক্তি ছিল টুর্নামেন্টের প্রাথমিক দিনক্ষণের কথা মাথায় রেখে। তাই নতুন সূচি অনুযায়ী ক্রিকেটারদের আইপিএলের জন্য ছাড়া সম্ভব নয়। তবে গোটাটাই এখনও ধোঁয়াশার মধ্যে।
অপরদিকে, ১১ জুন থেকে আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার মোট ২০ জন ক্রিকেটার এবারের আইপিএলে রয়েছেন। এঁদের মধ্যে রায়ান রিকেলটন, লুঙ্গি এনগিদি, করবিন বশ, কাগিসো রাবাডাদের মতো আটজন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা দলে রয়েছেন। তাঁদেরও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা প্লে-অফের জন্য ছাড়তে নারাজ। প্রোটিয়া দলের প্রধান কোচ তো জানিয়েই দিলেন আইপিএলের দিনক্ষণ বদলালেও তাঁদের পরিকল্পনা বদলায়নি। প্রোটিয়া দলের তারকারা ২৬ মেতেই ভারত ছেড়ে দেশের উদ্দেশে রওনা দেবেন।
তবে অস্ট্রেলিয়া এ বিষয়ে দেশের ক্রিকেটারদের ওপরেই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে। অজ়ি ক্রিকেট নিয়ামক সংস্থা এক বিবৃতিতে জানাল, ‘ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে ভারতে ফের বা না ফেরা, যাই সিদ্ধান্ত নেবেন না কেন, ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁদের সমর্থন করবে। যাঁরা আইপিএলে অংশগ্রহণ করবেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে তাঁদের প্রস্তুতির জন্য কী করতে হবে, কীভাবে করতে হবে, সেটা টিম ম্যানেজমেন্ট নির্ধারণ করবে। অস্ট্রেলিয়ান সরকার ও বিসিসিআইয়ের সঙ্গে নিরাপত্তাব্যবস্থা নিয়ে আমাদের কথাবার্তা চলছে।’
মোটের ওপর আইপিএলের দিনক্ষণ বদলানোর ফলে জট তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য।
আরও দেখুন