# Tags
#Blog

ওয়ার্নার, বেয়ারস্টো থেকে বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার, নিলামে অবিক্রিতই থেকে গেলেন তাঁরা

ওয়ার্নার, বেয়ারস্টো থেকে বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার, নিলামে অবিক্রিতই থেকে গেলেন তাঁরা
Listen to this article


জেড্ডা: আইপিএলের নিলামের (IPL Auction) প্রথম দিনে কেউ মোটা অঙ্ক দর পেলেন, তো অনেক তারকা ক্রিকেটারই আনসোল্ড রয়ে গেলেন। অর্থাৎ বেস প্রাইসেও তাঁকে দলে নিতে ইচ্ছুক হয়নি কোনও ফ্র্যাঞ্চাইজিই। সেই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম বোধহয় ডেভিড ওয়ার্নার (David Warner)। আছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টো। আবার তালিকায় আছেন বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটারও। 

নিলামে অবিক্রিত ক্রিকেটাররা: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, দেবদত্ত পড়িক্কল, ওয়াকার সালামখেলি, আনমোলপ্রীত সিংহ, যশ ধূল, উৎকর্শ সিংহ, আরিয়ান জুয়াল, লভনিশ সিসোদিয়া, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপাল, পীযূশ চাওলা

১৮ কোটি টাকায় পাঞ্জাব কিংস কিনে নেয় লেগস্পিনারকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া ভারতীয় স্পিনার হলেন চাহাল। প্রথম বোলার হিসাবে আইপিএলে ২০০ উইকেটের গণ্ডি পেরিয়েছেন চাহাল। তাঁর উইকেট তোলার দক্ষতাকে সম্ভ্রমের চোখে দেখে সব দলই। এবার নতুন চ্যালেঞ্জ চাহালের সামনে।

নিলামে সবচেয়ে বেশি ২৭ কোটি টাকা মূল্যে লখনউ সুপারজায়ান্টস দলে নিল ঋষভ পন্থকে।  তাঁর জন্য ২০ কোটি ৭৫ লক্ষ টাকা দাম হাঁকে লখনউ সুপার জায়ান্টস। দিল্লিও জানিয়ে দেয় যে, তাঁরা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করবে। সেই অনুযায়ী লখনউকে সর্বোচ্চ দর জানাতে বলা হয়। ২৭ কোটি টাকা দর দেয় লখনউ। তাতে দিল্লি আর আরটিএম ব্যবহার করেনি। রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে দলে নিল লখনউ।

 

১১ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনল দিল্লি ক্যাপিটালস। কেকেআর রিটেন করেনি আগের বার নিলামে সর্বাধিক দামে দলে নেওয়া অজি পেসারকে। কিন্তু এবার অর্ধেক দামে তাঁকে নিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়সকে কিনে নিল পাঞ্জাব কিংস। এত অর্থে এর আগে কোনও ক্রিকেটার কোনওদিন বিক্রি হননি।

 

পাঞ্জাব কিংস আরটিএম কার্ড ব্যবহার করে অর্শদীপ সিংহকে নিয়েছে দলে। ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। দর হাঁকতে শুরু করে চেন্নাই সুপার কিংস। লড়াই শুরু করে দিল্লি ক্যাপিটালস। পরে দরাদরি শুরু করে গুজরাত টাইটান্স। পরে যোগ দেয় আরসিবি, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ।  হায়দরাবাদ তাঁর জন্য শেষ দর দেয় ১৮ কোটি টাকা। শেষ পর্যন্ত রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ১৮ কোটি টাকায় তাঁকে কিনল পাঞ্জাব কিংস।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal