৭৮ রানে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত, ম্যাচের লাইভ আপডেট
চেন্নাই: কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টি-২০ ম্যাচে মাত্র ১৩২ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড (India vs England)। গত বছরের জুন মাসে প্রভিডেন্সে টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের তিন স্পিনার – কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল মিলে ১১ ওভারে ৫৮ রানে নিয়েছিলেন ৬ উইকেট। ইডেনে বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই ও অক্ষর পটেল মিলে ১২ ওভারে ৬৭ রান দিয়ে নিলেন ৫ উইকেট। চেন্নাইয়ের পিচ থেকে সাধারণত সুবিধা পেয়ে থাকেন স্পিনাররা। ভারতের স্পিন-কাঁটা নিয়েই ফের উদ্বিগ্ন থাকার কথা ইংরেজ শিবিরের।
ব্রেন্ডন ম্যাকালামের প্রশিক্ষণে টেস্টে আগ্রাসী ক্রিকেটই একমাত্র অস্ত্র ইংল্যান্ডের। সীমিত ওভারের ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার পর সেই মন্ত্রই আঁকড়ে ধরেছেন ম্যাকালাম। আরও আগ্রাসী হওয়ার বার্তা দিয়েছেন দলকে।
তবে ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে কাজটা সহজ নয়। বিশেষ করে ভারতের আস্তিনে অর্শদীপ সিংহের মতো নতুন বলের বোলার আর বরুণ চক্রবর্তীর মতো মাঝের ওভারের ত্রাস রয়েছেন। জেকব বেথেল, হ্যারি ব্রুকদের দ্রুত পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পরীক্ষা। বুধবার তো ষষ্ঠ বোলারের প্রয়োজনই হয়নি ভারতের।
ঠিক যেরকম প্রয়োজন পড়েনি নীতীশ কুমার রেড্ডির ব্যাটিং। ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩ ওভারে লক্ষ্যপূরণ করে ফেলে ভারত। তাও মাত্র ৩ উইকেট হারিয়ে। চেন্নাইয়ে মার্ক উড ও জোফ্রা আর্চারের বলের গতিকে কাজে লাগাতে চাইবে ইংল্যান্ড। গাস অ্যাটকিনসনের পরিবর্তে ব্রাইডন কার্সকে খেলাবে তারা। তিন পেসারই ইংল্যান্ডের বোলিংয়ের মূল শক্তি।
তবে চমক হতে পারেন জেমি ওভার্টন। ৬ ফিট ৫ ইঞ্চি উচ্চতা। বিগ ব্যাশ লিগে ফিনিশারের ভূমিকায় সিদ্ধহস্ত। ৯ ইনিংসে সাতবার অপরাজিত। স্ট্রাইক রেট ১৫৬.৫৫। সঙ্গে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ১১টি উইকেটও নিয়েছেন। চিপকে চমক হতে পারেন।
ভারতের ক্রিকেটপ্রেমীরা দেখার অপেক্ষায় যে, মহম্মদ শামিকে খেলানো হয় কি না। ইডেনে বাইরে বসতে হয়েছিল। চেন্নাইয়ে একাদশে থাকতে পারেন। সেক্ষেত্রে বসানো হতে পারে নীতীশ কুমার রেড্ডিকে। পাশাপাশি গোড়ালি মচকেছে অভিষেক শর্মার। তিনি খেলতে না পারলে একাদশে সুযোগ পেতে পারেন ধ্রুব জুরেল।
আরও পড়ুন: বিয়ের ২১ বছর পর ঘর ভাঙছে বীরেন্দ্র সহবাগের! স্ত্রী আরতির সঙ্গে বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা