চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভরাডুবি হয়েছিল ভারতীয় দলের। হারতে হয়েছিল ম্য়াচ। বাংলাদেশের বিরুদ্ধেও লাল বলের ফর্ম্য়াটে সিরিজের প্রথম ম্য়াচে প্রথম দিনেই ব্যাটিং ভরাডুবি ভারতের। প্রথম সেশনে লাঞ্চের আগেই ব্যাট করতে নেমে রোহিত, বিরাট, গিল তিন টপ অর্ডার ব্যাটারই ফিরে গেলেন। খাতাই খুলতে পারলেন না গিল। মাত্র ৬ রান করে প্যাভিলিয়ন ফিরলেন রোহিত ও বিরাট। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে ৮৮ রান বোর্ডে তুলে নিল ভারত।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতীয় একাদশে সুযোগ পেয়েছেন বাংলার আকাশদীপ। এছাড়া বাকি ২ পেসার বুমরা ও সিরাজ রয়েছেন একাদশে। ২ স্পিনার অশ্বিন ও জাডেজাকে নেওয়া হয়েছে দলে। দলে ফিরেছেন কে এল রাহুল ও ঋষভ পন্থ। ২০২২ সালের পর ফের টেস্ট ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে নামতে চলেছেন পন্থ। এদিকে তিনি ফেরায় রিজার্ভ বেঞ্চেই জায়গা হচ্ছে ধ্রুব জুড়েলের। অন্য়দিকে কে এল রাহুলও ফিরে এসেছেন দলে। তিনি ফেরায় বেঞ্চে বসতে হয়েছে সরফরাজ খানকেও।
এদিন ওপেনিংয়ে নামেন রোহিত ও জয়সওয়াল। গত এক বছরে এই জুটিই টেস্টে ওপেনিংয়ে নামছেন ভারতের হয়ে। ফলে গিল তিনে ও বিরাট চারে নামছেন। বাংলাদেশের হয়ে প্রথম ওভার করতে আসেন তাসকিন আহমেদ। তবে নজর কাড়েন হাসান মাহমুদ। তরুণ পেসার শুরু থেকেই সমস্যায় ফেলছিলেন রোহিতকে। একবার লেগবিফোরের আবেদনও করেন বাংলাদেশের বোলার। আম্পায়ার্স কলে বেঁচে গিয়েছিলেন হিটম্য়ান। কিন্তু বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না। ৬ রান করে অফস্ট্যাম্পের বাইরে হালকা আউটস্যুইং হওয়া বলে খোঁচা দিয়ে বসেন। ক্যাচ লুফে নেন শান্ত। গিল খাতাই খুলতে পারেননি। বাজে শটে লিটনের হাতে জমা পড়েন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর এই প্রথমবার টেস্টের আঙিনায় ফেরেন বিরাট কোহলি। তিনিও মাত্র ৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কোহলিও ক্যাচ আউট হয়ে ফেরেন।
তবে দ্রুত ৩ উইকেট হারালেও এরপর থেকে লাঞ্চ পর্যন্ত ক্রিজে থিতু হয়েছেন জয়সওয়াল ও পন্থ। পাল্টা আক্রমণে ধীরে ধীরে রান বোর্ডে যোগ করতে থাকেন ২ তরুণ ব্যাটার।
আরও পড়ুন: ধাক্কা সামলে রুখে দাঁড়ালেন যশস্বী, পন্থ, প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৮৮/৩
আরও দেখুন