# Tags
#Blog

দুই দশকে হয়নি, রাহুল-যশস্বীর দুরন্ত পার্টনারশিপকে কুর্নিশ কোহলির, বিশেষভাবে জানালেন সম্মান

দুই দশকে হয়নি, রাহুল-যশস্বীর দুরন্ত পার্টনারশিপকে কুর্নিশ কোহলির, বিশেষভাবে জানালেন সম্মান
Listen to this article


পারথ: একজন প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন, আরেকজন হয়তো রোহিত শর্মা খেললে একাদশে সুযোগ পেতেন না। তবে শনিবার পারথে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে সেই যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও কেএল রাহুলেই (KL Rahul) এমন এক কাণ্ড ঘটিয়ে ফেললেন যা বিগত ২০ বছরে হয়নি। তাঁদের কৃতিত্বকে কুর্নিশ জানালেন স্বয়ং ‘কিং কোহলি’ও (Virat Kohli)।

ম্যাচের প্রথম দিন প্রথম ইনিংসে যেখানে গোটা ভারতীয় দল ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল, সেখানে দ্বিতীয় দিনে ভারতের স্কোর বিনা উইকেটে ১৭২ রান। গোটা দুই সেশন ব্যাট করে একটিও উইকেট হারায়নি টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলকে পুরো সময়টাতেই দারুণ ছন্দে দেখিয়েছে। তাঁদের ধৈর্য্য, একাগ্রতা, ব্যাটিং টেকনিকে মুগ্ধ সকলে। বিরাট কোহলিও প্রশংসা করতে কিন্তু পিছপা হলেন না।

দিনের খেলাশেষে মাঠে নেমে কোহলিকে যশস্বী ও রাহুলের জন্য ব্যাট প্যাড হাতেই তালি দিতে তো দেখা যায়ই, পাশাপাশি ভাল খেলায় তাঁদের স্যালুটও জানান কোহলি। দিনশেষে ভারতীয় দল আপাতত ২১৮ রানে এগিয়ে। ম্য়াচের রাশ সম্পূর্ণভাবেই যে আপাতত টিম ইন্ডিয়ার হাতে, তা বলাই যায়। দল এমন পরিস্থিতিতে থাকায় দৃশ্যতই খুশি কোহলি। রাহুলরা যখন অপরাজিত হয়ে মাঠ ছাড়েন, তখন কোহলির মুখে ছিল চওড়া হাসি। তাঁর আনন্দও ছিল চোখে পড়ার মতোই।

 

বিগত দুই দশকে যা হয়নি, এদিন যশস্বী ও রাহুলের ওপেনিং জুটি কিন্তু তাই করে দেখাল। ২০০৪ সালের পর এই প্রথম ভারতীয় ওপেনিং জুটি অস্ট্রেলিয়ায় কোনও টেস্টে শতরানের পার্টনারশিপ গড়ল। দিনশেষে যশস্বী ৯০ ও রাহুল আপাতত ৬২ রানে অপরাজিত থেকেই সাজঘরে ফেরেন। রোহিতের অনুপস্থিতিতে রাহুলকে দিয়ে ওপেন করানো হয়। তবে শোনা যাচ্ছে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে রোহিত শর্মা ফিরে যাবেন। সেক্ষেত্রে এই জুটির ভবিষ্যৎ কী বা রাহুল কি আদৌ দলে সুযোগ পাবেন? সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ফিলিপ হিউজ়ের মৃত্যুর এক দশক পার, অস্ট্রেলিয়ান প্রাক্তনীকে শ্রদ্ধার্ঘ্য জানাতে বিশেষ উদ্যোগ 

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal