শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: বেশ কিছুক্ষেত্রে বেনিয়ম! পশ্চিমবঙ্গ শাখার নির্বাচন বাতিল করে দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন(IMA)। সঙ্গে নির্দেশ, ২ মাসের মধ্যে ফের নতুন করে নির্বাচন করতে হবে।
আরও পড়ুন: TMC: অনুব্রত আর সভাপতি নন! বীরভূমে দায়িত্বে এবার কোর কমিটি, তৃণমূলে বড়সড় বদল..
গত বছরের ডিসেম্বর ভোট হয়েছিল IMA-র পশ্চিমবঙ্গ শাখায়। জয়ী প্রার্থীদের মধ্যে অন্য়তম ছিলেন শান্তনু সেন। এক টানা সপ্তমবার IMA-র রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর পক্ষে ভোট পড়েছিল ৪৩০, বিপক্ষে ১১৬। অশান্তির আশঙ্কায় রীতিমতো বাউন্সার নামিয়ে চলেছিল ভোট গণনা। সেই নির্বাচন কেন বাতিল? ডিসেম্বরে IMA-র পশ্চিমবঙ্গ শাখায় যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের প্রার্থী ছিলেন সজল বিশ্বাস নামে এক চিকিত্সক। সংস্থার সদর দফতরে নির্বাচনে বেনিয়মের অভিযোগ করেন তিনি। নিয়মাফিক সেই অভিযোগের ভিত্তিতে শুনানি হয়। শুনানি শেষে নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নিল IMA।
১২ বছর IMA-র রাজ্য সম্পাদক পদে শান্তনু। এবার অবশ্য় ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেকথা ঘোষণাও করে দিয়েছিলেন। বলেছিলেন, চিকিত্সকদের সংগঠনে রাজনৈতিক নেতাদের থাকা উচিত নয়। কিন্তু সিদ্ধান্ত বদল করেন তৃণমূলের এই চিকিত্সক নেতা। যে পদে ছিলেন, সেই রাজ্য় সম্পাদক পদেই মনোনয়ন জমা দেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ।
আরও পড়ুন: Supreme Court On DA: ‘বকেয়ার ২৫ শতাংশ এখনই দিয়ে দিন’, DA মামলায় রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)