# Tags
#Blog

Tony Mirchandani Death: বলিউডে দুঃসংবাদ! মাত্র ৫৪ বছরেই প্রয়াত ‘গদর’খ্যাত অভিনেতা টনি…

Tony Mirchandani Death: বলিউডে দুঃসংবাদ! মাত্র ৫৪ বছরেই প্রয়াত ‘গদর’খ্যাত অভিনেতা টনি…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্‍সব শেষ হতেই শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। দুদিন আগেই প্রয়াত হয়েছেন জনপ্রিয় পরিচালক গুরুপ্রসাদ। এবার ফের আরেক দুঃসংবাদ। প্রয়াত হলেন ‘কোই মিল গয়া’ এবং ‘গদর’খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেতা টনি মীরচান্দানি৷ তাঁর মৃত্যুর খবর শোকস্তব্ধ ভক্তরা৷

আরও পড়ুন- Indrani Halder: ওজন বেড়েছে হুড়মুড়িয়ে, অসুস্থতার কারণেই অন্তরালে ইন্দ্রানী হালদার!

অনেকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। সোমবার সেই দীর্ঘ অসুস্থতায় প্রয়াত হন তিনি। আচমকাই তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া বলিউডে। একাধিক সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেছেন। যার মধ্যে অন্যতম ‘কোই মিল গয়া’, ‘গদর’। এমনকী টেলিভিশনেও একাধিক কাজ করেছেন টনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। 

‘কোই মিল গয়া’-তে তার ভূমিকা দর্শকদের কাছে দারুণ প্রশংসিত হয়েছিল। এছাড়াও সানি দেওলের সুপারহিট ছবি ‘গদর’-এও তিনি অভিনয় করেন। টেলিভিশন জগতেও তিনি ছিলেন জনপ্রিয় মুখ। একাধিক শো-তেও কাজ করেছেন। তিনি পর্দায় কমপ্লেক্স চরিত্রে অভিনয় করতে পারদর্শী ছিলেন।

আরও পড়ুন- Sunny Leone Wedding: মলদ্বীপে গোপনে বিয়ে! তিন সন্তানের হাত ধরেই ফের মন্ডপে সানি লিওন…

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টনি মিরচন্দানি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, যার কারণেউ তিনি মারা যান। অভিনেতার মৃত্যুর খবরটি তাঁর অনুরাগী এবং ইন্ডাস্ট্রিতে তাঁর ঘনিষ্ঠদের অবাকই করেছে। তাঁরা তাঁকে কেবল চলচ্চিত্র শিল্পে তাঁর অবদানের জন্য নয়, তাঁর প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং ইতিবাচক প্রভাবের জন্যও স্মরণ করছে। টনি মিরচন্দানির জন্য একটি প্রার্থনা সভার আয়োজন করা হবে। সেকেন্দ্রাবাদের পিজি রোডের সিন্ধু ভবন সিন্ধি ঝুলেলাল মন্দির এই প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। অভিনেতার স্ত্রী রমা মীরচন্দানি এবং কন্যা শ্লোকা মীরচান্দানি-সহ পরিবারের অন্যান্য সদস্যরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal