প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, শেষ দেখায় চোখে জল প্রতিবেশীর
![প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, শেষ দেখায় চোখে জল প্রতিবেশীর প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, শেষ দেখায় চোখে জল প্রতিবেশীর](https://i0.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/08/25f0797d83e51fc1ccd582315a23dcee1723112226934967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
Buddhadeb Bhattacharjee Dies: প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যI প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যI ৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যI আজ সকাল ৮টা ২০-তে প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রীরI দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবুI গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতিI ২০০০ থেকে ২০১১ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যI ৮০ বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। আচমকাই শারীরিক অবস্থার অবনতি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ দুপুর পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানো যাবে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে। আগামীকাল আলিমুদ্দিনে দিনভর শেষশ্রদ্ধা, বিকেলে মিছিল করে দেহদান। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন ফুসফুসের সংক্রমণে। সকালে হঠাৎ COPD অ্যাটাক। নেমে যায় অক্সিজেন স্যাচুরেশন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল। আকস্মিক প্রয়াণে মর্মাহত। মীরাদি এবং সুচেতনের প্রতি আন্তরিক সমবেদনা জানাই, শোকপ্রকাশ করে পোস্ট মুখ্যমন্ত্রীর।