NOW READING:
Firhad Hakim: বিধানসভায় ফিরহাদ বনাম বিজেপি দ্বন্দ্বের অবসান। ABP Ananda Live
August 1, 2024

Firhad Hakim: বিধানসভায় ফিরহাদ বনাম বিজেপি দ্বন্দ্বের অবসান। ABP Ananda Live

Firhad Hakim: বিধানসভায় ফিরহাদ বনাম বিজেপি দ্বন্দ্বের অবসান। ABP Ananda Live
Listen to this article



ABP Ananda Live: বিধানসভায় ফিরহাদ বনাম বিজেপি দ্বন্দ্বের অবসান। আজও …

source

31 Comments
    @debrajc6534

    হিন্দু বাঙালিরা সত্যি এক বলিষ্ঠ নেতার অভাব মর্মে মর্মে অনুভব করে….

    @DIGANTASMITABARAI261

    ফিরা হাকিমের কম সে কম 5 বছর জেল হওয়া উচিত এবং 5 লাখ টাকা জরিমানা তারপরে জনসাধারণের কাছে কান ধরে ক্ষমা চাইতে হবে তার বক্তব্যের জন্য তাহলেই তার বিচার হবে

    @Ashokkumar-w1b

    ফিরহাদ হাকিম অন্যায় ভাবে অপরের ধর্মকে আঘাত করেছেন। কথাটা বারবার চালালে এর সত্য মিথ্যা ধরা পরবে। যোগ্য বিরোধী দল হিসেবেই বিজেপি এত জল ঘোলার পর স্পর্শকাতর এই বিষয়টি একজন প্রবীণ বিধায়কের মর্যাদার কথা মাথায় রেখে সামান্য ভূল স্বীকারের মাধ্যমে নিষ্পত্তি করলেন।

    @BabulMandal-o9z

    বাইরে আসলে ধর্মনিরপক্ষেতা ।ভিতরে ভিতরে চরম সাম্প্রদায়িক ।

    @s.p6766

    ভুল করে ক্ষমা চাইলে মান-সম্মান চলে যাচ্ছে তাই না এমন বক্তব্য দেন কেন যেটাতে আপনার মান-সম্মান যায়

    @s.p6766

    কতটা ধর্মনিরপেক্ষ মানুষ সেটা মানুষ জানেন হাড়ে-হাড়ে

    @s.p6766

    সেই জন্যই তো আপনি যে ধর্মে জন্মগ্রহণ করেছেন সেটা ছাড়া আর অন্য ধর্ম মানুষরা হতভাগা

    @sujitmitra9618

    এত কিছু তে বিশ্বাস করে অন ক্যামেরা কি করে হিন্দু ও অমুসলিম দের সম্পর্কে এসব কথা বললেন?

    @AnilProsad

    দাদা আগে জানতাম যে হিন্দুরা শুধুমাত্র দেব-দেবীর পূজা করে কিন্তু এখন বুঝতে পারলাম যে হিন্দুরা এখানে বুঝতে পারলাম যে ফিরহাদ হাকিম দেরও হিন্দুরা শুরু করে দিয়েছে আমার মতে ফিরে গেছে হাকিমকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত সেটা না করে তারা পূজা শুরু করে দিয়েছে আপনি আমাকে একটু বুঝান এই বিষয়টা আমি বুঝতেছিনা

    @rabiroy4656

    ফিরহাদ হাকিম জিন্দাবাদ 💚💪❤🚩 ফিরহাদ হাকিম এর মতো মানুষ আমাদের বাংলার গর্ব 💚বাংলার গর্ব মমতা ব্যানার্জি জিন্দাবাদ 💪💚❤🚩 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ💚 বাংলার উন্নয়নের কান্ডারি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 💚 জয় বাংলা 💚 জয় কোলকাতা 💚 জয় মা দুর্গা ❤💚
    .
    বাংলার আমাদের অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আজ সারা বিশ্ব বাংলার ঐতিহ্য দুর্গা পূজো কে সম্মান দিচ্ছে। বাঙালি হিন্দুদের আবেগ দুর্গাপূজা কে মমতা ব্যানার্জি সারা বিশ্বে অন্য উচ্চতায় পৌছে দিয়েছেন | ক্লাব গুলো ৭০ হাজার টাকা পেয়ে সেই টাকা গ্রামের গরিব প্রান্তিক মানুষের কাছে পৌছাচ্ছে। নারী নিরাপত্তায় কোলকাতা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহর NCRB এর ডাটা অনুযায়ী। এবং এর প্রধান কৃতীত্ব মমতা ব্যানার্জির ও মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন কোলকাতা পুলিশের। অনুদান বাড়ানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা দি কে শতকোটি ধন্যবাদ 🙏💕
    .
    আমার দুর্গা মা মমতা
    দুর্গাপূজায় ক্লাবে ক্লাবে অনুদান দেয়।।।
    .
    তোদের গুজরাটি অসূর ভাওতাবাজ বাংলা বিরোধী হিন্দু বিরোধী মোদী বাঙালি হিন্দুর সবচেয়ে বড়ো অনুষ্ঠান – দুর্গাপূজায় ক্লাবে ক্লাবে করের বোঝা চাপায়।।।

    বিজেপি নির্লজ্জভাবে মুখে হিন্দু হিন্দু করে ভোটের জন্য,
    আর দূর্গা পূজোয় করের নামে করে চুরি। পেট্রোল ডিজেল, গ্যাস 1000 করে, রান্নার তেল, ডাল, সমস্ত জিনিসে দাম বাড়িয়ে হিন্দুদের পকেট মারে।

    এইজন্য বাংলা এবং বাঙালি বিরোধী দল বিজেপি কে জানাই ধিক ধিক ধিক্কার। 2021 এবং 2024 এ আমরা শিক্ষিত বাঙালি বাংলা থেকে BJP ধুয়ে মুছে সাফ করে নরেন্দ্র মোদী কে উচিত শিক্ষা দিয়েছি।
    ছিঃ বিজেপি ছিঃ। জয় তৃণমূল 💚জয় মা দুর্গা মমতা 💚জয় বাংলা💚 জয় কোলকাতা💚 জয় মা দুর্গা❤💚
    .
    আজ মমতা ব্যানার্জির অনুদানের জন্য গ্রামের গরিব মানুষের কাছে টাকা পৌছে যাচ্ছে, বাংলার অর্থনীতি তে টাকা আসছে, রাজ্যের রেভিনিউ বাড়ছে। মমতা ব্যানার্জির উচিত দুর্গা পুজোর অনুদান আরও বাড়ানো। এবং যে দুর্গা পুজো কে আগে কেউ জানত না, সেই দুর্গা পূজো আজ মমতা ব্যানার্জির জন্য সারা বিশ্বে সমাদৃত হচ্ছে, প্রশংসা পাচ্ছে। হিন্দু মুসলিম সবাই একসাথে মিলে মা দুর্গার পুজো হয়।
    .
    #বাংলা নারী শক্তির পীঠস্থান… বাঙালি হিন্দুদের কাছে — রামের থেকেও মা দুর্গা অনেক বড়ো ভগবান এবং আবেগ । আগে নারী পরে পুরুষ। এবং মমতা ব্যানার্জির জন্য এই নারী শক্তি মা দুর্গা সারা বিশ্বে জয়জয়কার হচ্ছে। মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকারের উদ্যোগে বাংলার দুর্গা পুজো আজ " আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে । মমতা ব্যানার্জির জন্য বাংলাকে আজ লোকে সম্মান করে।
    .
    তাই মোদী, BJP মমতা ব্যানার্জির দুর্গা পুজোর অনুদানের বিরোধিতা করছে কারণ নরেন্দ্র মোদী, বিজেপি হলো — হিন্দু বিরোধী , বাংলা বিরোধী , বহিরাগত , দাঙ্গা বাজ, নারী শক্তি বিরোধী , নারীবিদ্বেষী ।
    .
    তাই যারা ( CPM, BJP) মমতা ব্যানার্জির দুর্গা পুজোর অনুদানের বিরোধিতা করছে — তারা হিন্দু বিরোধী , বাংলা বিরোধী , বহিরাগত , দাঙ্গা বাজ, নারী শক্তি বিরোধী , নারীবিদ্বেষী ।

    @Akas8486

    ব্ক্তা-"ফিরহাদ হাকিম"=সবাইকে ইসলাম ধর্মে আনতে হবে, তাহলে নাকি জান্নাতে স্থান পাওয়া যাবে, (Utube search দেখার জন্য) আরে গাধা সনাতন ধর্ম সবথেকে আগে এসেছে এই পৃথিবীতে, ভাগ্যে তোর এই বক্তব্য টা প্রকাশ পেয়েছে, না হলে তো কেউ জানতেই পারতো না, যে তুই কত বড়ো তালিবান

    @dipangkarhalder3769

    হিন্দুরা ভগবানের মূর্তি পূজা করেন যাহার চেহারা মানুষের মতো ববি হাকিম। তোমরা মুসলিমরা একটি ঘরকে সেজদা দেও যার মধ্যে একটি কালো পাথর আছে যে। সেখানে আল্লাহ কোথায়? তাহলে তোমরা যে ১৪ শ বছর যাবত ১টা ঘরকে সেজদা দিচ্ছ সেই সেজদা কেন দিচ্ছ? একটা ঘরকে কেন সেজদা দিচ্ছ ? সেটাতো আল্লাহ নয়। একটা ঘরকে সেজদা দিচ্ছ মানে শীরক করছো না তো? হিন্দুরা ঈশ্বরের মূর্তি তৈরী করে পূজা করছে তাহলে হিন্দুরা কি তোমাদের থেকে উত্তম নয়? ঘরকে সেজদা দেওয়া যদি শীরক না হয় তবে মূর্তি পূজাও শীরক নয়রে ববি হাকিম।

    @dulalchandrasaha1430

    দাওয়াত ই ইসলামের মাধ্যমে হতভাগাদের (মালাউন) ধর্মান্তর করে জান্নাতের পথ পরিস্কার করে আল্লাহকে খুশি করার ফতোয়া যিনি দিয়ে থাকেন, তিনি কি করে এবার ধর্মনিরপেক্ষ হবেন। এটা ফিরহাদ হাকিমের নিকৃষ্ট তামাশা। ধন্যবাদ।

Leave a Reply