NOW READING:
Sealda Local Train: অফিস টাইমে আর ধাক্কাধাক্কি নয়, অতিরিক্ত ৫ লোকাল ট্রেন পাচ্ছে দমদম স্টেশন
June 11, 2025

Sealda Local Train: অফিস টাইমে আর ধাক্কাধাক্কি নয়, অতিরিক্ত ৫ লোকাল ট্রেন পাচ্ছে দমদম স্টেশন

Sealda Local Train: অফিস টাইমে আর ধাক্কাধাক্কি নয়, অতিরিক্ত ৫ লোকাল ট্রেন পাচ্ছে দমদম স্টেশন
Listen to this article


অয়ন ঘোষাল: অফিস টাইমে ট্রেনে বাদুড়ঝোলা অবস্থা। পরিস্থিতি সামাল দিতে এবার শিয়ালদহ উত্তর শাখায় অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল। এবার দমদন স্টেশন পাচ্ছে অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে  ওইসব ট্রেন চলবে সকাল ও বিকেলের ভিড় সময়ে। যেসব ট্রেন চলবে সেগুলি হল-

বনগাঁ-দমদম ক্যান্টনমেন্ট স্পেশাল। ট্রেনটি বনগাঁয় ছাড়বে সকাল ৭টা ৪১ মিনিটে। দমদম ক্যান্টনমেন্টে পৌঁছবে সকাল ৯টা ১৬ মিনিটে।

দমদম ক্যান্টনমেন্ট-বারাসাত। দমদম ক্যান্টনমেন্ট ছাড়বে সকাল পৌনে দশটায়। বারাসাত পৌঁছবে ১০টা ১৫ মিনিটে।

বারাসত-দমদম ক্যান্টনমেন্ট। বারাসত ছাড়বে বিকেল ৫টা ৩৭ মিনিটে। ক্যান্টনমেন্টে পৌঁছবে সন্ধে ৬টায়।

দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁ। দমদম ক্যান্টনমেন্ট ছাড়বে সন্ধে ৬টা ২৬ মিনিটে। বনগাঁ পৌঁছবে সন্ধে ৮টা ১০ মিনিটে।

বনগাঁ-বারাসত। বনগাঁ ছাড়বে সন্ধে ৮টা ২০ মিনিটে। বারাসত পৌঁছবে রাত ৯টা ২৫ মিনিটে।

আরও পড়ুন-অশুভ শক্তির বিনাশ! একাধিককে ধর্ষণ, ৬০ বছরের বর্বরকে কুপিয়ে পোড়াল নির্যাতিতারা…

আরও পড়ুন-সোনমকে ‘দিদি’ বলে ডাকত প্রেমিক রাজ! ধৃতদের বয়ানে বহু চাঞ্চল্যকর তথ্য

উল্লেখ্য, অফিস টাইমে অতিরিক্ত ভিড় সামাল দিতে শিয়ালদহ ডিভিশন সম্প্রতি দক্ষিণ শাখায় অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এগুলি হল-

বালিগঞ্জ-নামখানা ইএমইউ স্পেশাল

বালিগঞ্জ-ক্য়ানিং স্পেশাল

বালিগঞ্জ-সোনারপুর স্পেশাল ট্রেন।

নিত্যযাত্রীদের সামাল দিতে বড় ভূমিকা রয়েছে শিয়ালদহ ডিভিশনের। কলকাতা ও সন্নিহিত জেলাগুলির সঙ্গে সংযোগ রক্ষা করতে প্রায় ৯০০ লোকাল ট্রেন চালায় পূর্ব রেল। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link