# Tags
#Blog

‘বন্ধু মোদি নেই’ ? ট্রাম্পের শপথগ্রহণে আমন্ত্রিত মেলোনি, ভিআইপি পাস পেলেন কারা ?

‘বন্ধু মোদি নেই’ ? ট্রাম্পের শপথগ্রহণে আমন্ত্রিত মেলোনি,  ভিআইপি পাস পেলেন কারা ?
Listen to this article


Donald Trump: আর কিছুদিনের অপেক্ষা। মার্কিন মুলুকে ‘লেমডাক প্রেসিডেন্ট’ জো বাইডেনকে (Joe Biden) সরিয়ে ক্ষমতায় বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকায় বিপুল (US Election) ভোটে জয়ী হওয়ার পর গদিতে বসা এখন শুধু সময়র অপেক্ষা। ইতিমধ্য়েই বিদেশনীতির ছক কষে বিশ্বনেতাদের কাছে আমন্ত্রণপত্র পাঠাচ্ছে হোয়াইট হাউস (White House)। ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির (Giorgia Meloni) নাম রয়েছে সেখানে, মোদি আছেন ইনভিটেশন লিস্টে ?   

প্রথা ভাঙছেন ট্রাম্প
এই প্রথমবার ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বিদেশনীতি নিয়ে প্রথা ভাঙছে মার্কিন যুক্তরাষ্ট্র।  ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রথা নেই অন্য় কারও। এবার সেখানে ডাকা হয়েছে বিশ্বনেতাদের।

Donald Trump: চিনের প্রেসিডেন্ট আসছেন ?
কিছুদিন আগেই সংবাদের শিরোনামে ছিল এই খবর। বিদেশনীতির নিরিখে ‘শত্রু’ চিনের দিকেও হাত বাড়িয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিতেই এই অনুষ্ঠানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। যদিও বেজিং জানিয়ে দিয়েছে, ট্রাম্পের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না শি। তবে ভাইস প্রেসিডেন্ট হান জেং অথাবা বিদেশমন্ত্রী ওয়াং ই এই অনুষ্ঠানে যেতে পারেন। শেষ পর্যন্ত কারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তা এখনও নিশ্চিত নয়। 

মোদি যাচ্ছেন ট্রাম্পের অনুষ্ঠানে ?
ভারত সরকারের তরফে এই অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করছে। তাদের তরফেই এই আমন্ত্রণ পাঠানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে কিনা তা নিয়ে স্পষ্ট করা হয়নি সরকারের তরফে।  

Donald Trump: বিশ্বনেতাদের মধ্য়ে কাদের নাম
এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই, এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেল এবং হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোর মতো ক্ষমতাচ্যুত নেতারাও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফরাসি ডানপন্থী রাজনীতিবিদ এরিক জেমুর। নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে যে অত্যধিক চাহিদার কারণে, উদ্বোধনী তহবিলের অনেক বড় দাতাকে জানানো হয়েছে যে ভিআইপি টিকিট আর পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন : Stocks to Buy: পতনের বাজারেও ৩৫ শতাংশ পর্যন্ত মুনাফা দিতে পারে এই স্টক, কেনা আছে ?

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal