জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৮ ম্য়াচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে শীর্ষে উঠে এল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। মঙ্গলবার কল্য়াণীতে কিবু ভিকুনার (Kibu Vicuna) অপরাজিত ব্রিগেড ৪-১ গোলে হারিয়ে দিল সুমন সরকারের খিদিরপুর স্পোর্টিং ক্লাবকে (Kidderpore Sporting Club)। এদিন বিরতির আগে চলে আসে তিন গোল। দ্বিতীয়ার্ধে দেখা মেলে বাকি দুই গোলেরও। লিগ টেবলে এখন দুয়ে সুরুচি সংঘ। ৮ ম্য়াচে ১৯ পয়েন্ট তাদের সংগ্রহে।

আরও পড়ুন: ‘সেকেন্ড বয়’কে হারিয়ে অপরাজিত মশালবাহিনী, ঘরোয়া লিগে উড়ছে লাল-হলুদ পতাকা

এদিন শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে দেয় মাঠে নেমে। যার ফলস্বরূপ ১৫ মিনিটের ভিতরেই চলে আসে তিন গোল। ৭ মিনিটে বিক্রমজিত সিংয়ের গোলে এগিয়ে যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ক্লাব। কিন্তু চার মিনিটের মধ্য়ে গোল শোধ করে খেলা জমিয়ে দেয় ভবানীপুর। শেলটন নিকসনের গোল স্কোরলাইন ১-১ করে। এই গোলের চার মিনিটের মধ্য়ে ফের ডায়মন্ড হারবারকে উচ্ছ্বাসে মাতিয়ে দেয় রাহুল কুমার পাসওয়ানের গোল। বিরতির আগে স্কোরলাইন ২-১ হয়ে যায়। প্রথমার্ধে এগিয়েই মাঠ ছাড়ে ডায়মন্ড।

 

আরও পড়ুন: লক্ষ্য-ভেদে ব্যর্থ সেন আসলে ‘গার্ডেন মে ঘুমনেওয়ালা’! ব্যাডমিন্টন তারকাকে ছিঁড়ে খেলেন গাভাসকর

দ্বিতীয়ার্ধে একাই সব লাইমলাইট কেড়ে নেন আইমার আদম। ৪৫ নম্বর জার্সিধারী নির্ধারিত সময়ে একটি অসাধারণ ভাসানো শটে গোল করেন। এরপর এক্সট্রা টাইমেও তিনি গোল করেন। এদিন নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর রেফারি আরও সাত মিনিট খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। ৯৭ মিনিটে আইমার দ্বিতীয় গোলটি করেন। আর এই গোলেই খেলা শেষ হয় ৪-১ ব্য়বধানে। এবার ইস্টবেঙ্গলের পাশাপাশি ডায়মন্ড হারবারও ভীষণ ভাবে কলকাতা লিগ জয়ের দাবিদার। আবারও তারা বুঝিয়ে দিল। জবি জাস্টিনকে ছাড়া খেলা দলটা, একবারও দলের তারকা ফুটবলারের অভাব বোধ করতে দিল না। যা নিঃসন্দেহে প্রশংসা করার মতো। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *