NOW READING:
Dholahat Incident: চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধরের অভিযোগ! ABP Ananda Live
July 9, 2024

Dholahat Incident: চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধরের অভিযোগ! ABP Ananda Live

Dholahat Incident: চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধরের অভিযোগ! ABP Ananda Live
Listen to this article



ABP Ananda Live: চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধরের অভিযোগ।

source

22 Comments
    @Adharrergolpo

    পুলিশ ঘুষ নিয়ে এ কাজ করেছে
    প্রায় চার লক্ষ‍্য টাকা ও গয়না নিয়েছে পুলিশ, তার পর পিটিয়ে মেরেছে। এর সাথে বাইরে লোকের লিং আছে।
    তারা টাকা দিয়ে আসল অপরাধীকে মুখ বন্ধ করে, আর মিথ্যে কেশ দিয়ে ছেলেটাকে মেরেছে। সবটাই হয়েছে টাকার উপর।
    ছেলেটি যখন হাসপাতালে পুলিশ 50 হাজার টাকা দিয়ে ওদে মুখ বন্ধ করতে চেয়েছিল।
    এটাই আসল প্রমাণ?

    খবর বকুলতলা। যেখানে ঘটনা ঘটেছে।

    @mrmdmokimsk975

    আমার ভাগনা হয় গো খুব ভালো ছেলে ওকে জোর করেই মেরে দিল

    @JahirKazi-b6v

    যেই থানায় মেরেছে সেই থানায় কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে শ্মশান বানিয়ে দিক আমি চাই

    @harshabardhandas3359

    ধিক্ ধিক্ ধিক্কার জানাই, এমন পুলিশ প্রশাসন চাই না যারা লকাপে মারধর করে মেরে ফেলে। এই ঘটনার তীব্র ক্ষোভ জানাই, উপযুক্ত শান্তি চাই দোষী দের।

    @kudratikhodamallick3108

    আমি অন্য থানার বাসিন্দা ও আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে ঢোলা থানার পুলিশদের এবং সিভিকদের বিষয়ে রাস্তায় মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে ( মিথ্যা কেসে ফাঁসানো )। থানাটা লাটের ( আবাদের ) দিকে অবস্থিত বলে ওখানে যারা চাকরি করতে যায় তারা ব্যবসায়িক মনোভাব নিয়ে কাজকর্ম ( ডিউটি ) করে এবং পাবলিক এর উপর যারপরনাই অমানবিক ও বেআইনী ভাবে অত্যাচার করে। এই থানাতে কর্মরত কর্মচারীদের ৯০ ভাগ দূর্নীতিগ্রস্ত।
    এই থানাতে যা ঘটেছে তাও গনপিটুনি এর অন্তর্গত এবং তাদের ভারতের নতুন আইন অনুযায়ী সাজা দেওয়া উচিৎ।

    @MaherulHossain-wh1zt

    দিদির পুলিশ এখন আইনের ঊর্ধ্বে। যা ইচ্ছা তাই করছে। যার বাড়ির অভিযোগ তার বাড়ির ছেলেকে চোর সাজিয়ে অন্যায়ভাবে আইন হাতে নিয়ে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। এসপি সাহেব নির্লজ্জের মত বায়ান দিলেন। পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করবেন? নাকি তার বরপুত্র পুলিশদের বাঁচাবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

    @jahangirlaskar4108

    ঢোলা থানার আইসি কে আইনত ফাঁসি চাই বিজেমুল হটাও বাংলা বাঁচাও

Leave a Reply