NOW READING:
Dholaghat: থানায় আবু সিদ্দিকিকে ইলেক্ট্রিক শক দেওয়ারও অভিযোগ | ABP Ananda LIVE
July 11, 2024

Dholaghat: থানায় আবু সিদ্দিকিকে ইলেক্ট্রিক শক দেওয়ারও অভিযোগ | ABP Ananda LIVE

Dholaghat: থানায় আবু সিদ্দিকিকে ইলেক্ট্রিক শক দেওয়ারও অভিযোগ | ABP Ananda LIVE
Listen to this article



ABP Ananda LIVE: ‘জামিন নিশ্চিত করতে পুলিশকে দিতে হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার …

source

46 Comments
    @sumantaghosh6243

    পুলিশ যদি এই কাজ করে থাকে তাদের কি এটা মনে হয় না যে ভগবান বলে কেউ আছে ? AFTER RETRAITMENT তাদের পরিবারের সাথে যদি এই ঘটনা হয় তখন কি করবেন তারা ।তখন তো তাদের ক্ষমতা ও থাকবে না তখন যদি তাদের পরিবারের সাথে এই ঘটনা ঘটে ?

    @shyamalkabiraj2336

    Sara rajye pulish jevabe niriho niaporadh manuser upor borborichito otyachar chalache,tara manus noy janoar,ses jibone tader kew oi paper fal vog korte hobe 100%

    @sahidurbaidya7275

    ঘটনায় জড়িত সকল পুলিশকে কঠিন শাস্তির দাবি করছি। ছিঃ ছিঃ ছিঃ

    @rahmatmunna1185

    অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক

    @shrabanitudu1020

    এই সব খবর দিয়ে কি লাভ।সেই তো কোর্ট থেকে পুলিশকেই জিজ্ঞাসা করবে তোমরা ঘুষ নিয়েছো কিনা। এরা বলবে না। কোর্ট এরপর কিছুই করতে পারবে না।

    @rajachetarji2893

    ইংরেজ দের মতোই চলছে?
    স্বাধীনতার স্বাদ এমন হতে পারেনা

    @sibpadasarkar138

    আরো বেশী করে তৃণমূলকে ভোট দাও আর বেশী করে শিক্ষা নাও। তৃণমূলের রাজত্বে এইরকম আইন ই চলবে।

    @dayaldas1006

    তৃণমূলকে আরো ভোট দে,,, ফল এটাই হবে। তোরা তো দুধেল গাই। তোদের জন্য একটুও কষ্ট হয়না। আগে হতো

    @subhassarkar409

    দিদিকে এত বিশ্বাস হয় দিদিকে ভোট দাও তোমাদের কত প্রিয় দিদি

    @subhassarkar409

    বিচিত্র ভারতবর্ষের ইংরেজ আইন আমার তো মনে হয় এই ইংরেজরা এইভাবে সাধারণ মানুষের খুন করত না দেশের ফৌজদারি আইন কেন পরিবর্তন দরকার এখন তাহলে বুঝতে পারছে যারা এর বিরোধিতা করছে তারা হচ্ছে সবথেকে ক্রিমিনাল

    @md.israilhoque8440

    এই সমস্ত পুলিশদের আইনের আওতায় এনে ভারতীয় বিধান অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হোক।

    @samsulhaque8849

    তাইতো হবে। কে করবে তদন্ত। পুলিশ, সিআইডি, মেডিক্যাল,কোর্ট সবই তো এক সুত্রে বাঁধা। আজ পর্যন্ত কেউ কি দেখাতে পারবেন, একটা কেস তদন্ত হয়ে বিচারদান শেষ হয়েছে।

    @mukulsikari920

    পিসিকে ভোট দিন আর অত্যাচার আর সহ্য করুন জয় লুঙ্গিবাহিনীর জয়

    @hasibjarigancenter9154

    আনিস এর বিচার হল কি? সিদ্দিক এর বিচার নিশ্চিত করা সম্ভব হবে না বড় দুঃখের বিষয় হচ্ছে এটাই।

    @SajidKhan-lz1me

    এরকম করে পুলিশ আর কতজনকে মারবে এখন যদি এর আওয়াজ না তোলা হয় তাহলে ভবিষ্যতে এরা আরো মাথায় উঠে বসবে কিছু টাকা পকটে পড়ার জন্য একটা মানুষের জান নিয়ে নেবে না এটা মেনে নেয়া যাবে না এর জন্য একটা আওয়াজ তোলা দরকার

    @SajidKhan-lz1me

    পুলিশের কোন শাস্তি চাই না পুলিশকে পাবলিকের হাতে তুলে দেয়া হোক পুলিশ যেমন একটি নিষ্পাপ প্রাণীর যেমন হিসেবে জান নিয়েছে সেরকম ওনার জান নেয়া হোক জানের বদলে জান তবেই তারা মর্মটা বুঝবে জানের

    @SajidKhan-lz1me

    না হলে আজকে জেলে পুড়বেন কালকে ছেড়ে দেবেন এটা তো জানা কথা আর তারপরের দিনকে তার পরিবারকে আবার জ্বালাবেন তারচেয়ে বরং গোড়া থেকে উপরে দেয়া যাক আনিস খানের মৃত্যুটা তো সেম কেস তাওতো আনিস খানের উপরে কোন রকমের কেস ছিল না তাহলেও সরকার কোন সহযোগিতা করলো না এবার আর সরকারের মুখের দিকে না তাকিয়ে আমাদের নিজেকেই সবকিছু করতে হবে একতা হন এগিয়ে যান জাতপাত ধর্ম দেখবেন না সবার সাথেই এরকম হবে যখন যাকে মারার দরকার পড়বে তখন তাকে মারবে এটা মাথায় রাখবেন

Leave a Reply