# Tags
#Blog

David Warner in Allu Arjun’s Pushpa 2: আল্লু অর্জুনের সিনেমায় বিশ্বকাপজয়ী সুপারস্টার! ভাইরাল ছবিতে কেঁপে গেল নেটদুনিয়া…

David Warner in Allu Arjun’s Pushpa 2: আল্লু অর্জুনের সিনেমায় বিশ্বকাপজয়ী সুপারস্টার! ভাইরাল ছবিতে কেঁপে গেল নেটদুনিয়া…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরনে প্রিন্টেড সাদা শার্ট, সঙ্গে মানানসই সাদা ট্রাউজার, জামার হাতা গোটানো, এক হাতে ক্য়ান্ডি, অন্য় হাতে সোনালি রঙের পিস্তল! পায়ে লাল লোফার। ‘কুল’ ভিলেন বলতে যা বোঝায়, ঠিক সেটাই। কোনও বন্দরের ধারে চলছে জমজমাট অ্য়াকশন সিকোয়েন্স! আর যাঁকে শ্য়ুটিংয়ে দেখা যাচ্ছে, তিনি কোনও অভিনেতা নন, তিনি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান সুপারস্টার ডেভিড ওয়ার্নার (David Warner)! 

ওয়ার্নারের শ্য়ুট করার একাধিক ছবি নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর এর মধ্য়েই বাজারে একটি খবর ভাসছে, যা শুনে অনুরাগীরা কার্যত লাফাতে শুরু করে দিয়েছে। শোনা যাচ্ছে ওয়ার্নারকে নাকি তেলেগু ইন্ডাস্ট্রির, বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘পুস্পা টু: দ্য় রুল’ (Pushpa 2: The Rule)-এ দেখা যাবে ওয়ান অ্য়ান্ড অনলি আল্লু অর্জুনের (Allu Arjun) সঙ্গে! ওয়ার্নার নাকি ক্য়ামিয়ো চরিত্রে অভিনয়ে করেছেন বলেই আপডেট! 

২০২১ সালে ‘পুস্পা: দ্য় রাইজ- পার্ট ওয়ান’ (Pushpa: The Rise – Part 1)-এর দুর্দান্ত সাফল্য দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রির গতিপথই পরিবর্তন করে দেয়। আল্লুকেই সবাই এক নম্বর নায়কের তকমা দেন। শুধু আল্লুই নয়, স্ক্রিনে রশ্মিকা মান্দানার প্রেজেন্সও কথা বলেছে আলাদা করে। ওয়ার্নার হতে পারেন দুর্দান্ত ক্রিকেটার, তবে তিনি অভিনয় করলে যে, খুব একটা খারাপ করবেন না, তা বলে দেওয়াই যায়। কারণ বিভিন্ন সময়ে তিনি রিলসে অভিনয় করে মাতিয়ে দিয়েছেন। এমনকী শ্রীবল্লি স্টেপ নকল করা থেকে Eyy Maga Idhu Nan Jagaa গানে ফেস সোয়াপ অ্যাপের মাধ্য়মে পারফর্ম করেও ফ্য়ানদের হৃদয় জয় করেছেন ওয়ার্নার। এমনকী আল্লু আর্জুনও তখন ওয়ার্নারের প্রশংসা করেছিলেন। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal