# Tags
#Blog

‘মিছিমিছি বিড়াল থেকে বাঘ বানাচ্ছেন’, ফিরহাদ-তকমায় আক্রমণ শানালেন সূর্যকান্ত

‘মিছিমিছি বিড়াল থেকে বাঘ বানাচ্ছেন’, ফিরহাদ-তকমায় আক্রমণ শানালেন সূর্যকান্ত
Listen to this article


কলকাতা : ‘বাঘ’ বিতর্কে কোনও মন্তব্য করতে চাননি অনুব্রত মণ্ডল। ‘কোনও বিতর্কে যেতে রাজি নই’, বলে গোড়াতেই এনিয়ে চর্চায় জল ঢেলে দিয়েছেন তিনি। যদিও কেন তিনি অনুব্রততে ‘বাঘ’ মনে করেন, এদিন সেই ব্যাখ্যা দিয়েছেন ফিরহাদ হাকিম। এই বিতর্কে এবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। ‘মিছিমিছি আপনি বাঘ বানাচ্ছেন বিড়াল থেকে’, বলে নিশানা করেন তিনি। 

গরু পাচার কাণ্ডে CBI-র পর ED-র মামলাতেও জামিন পেয়েছেন। দীর্ঘ ১৮ মাস তিহাড়ে জেলবন্দি থাকার পর এবার বীরভূমে নিজের বাড়িতে ফিরলেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা। তাঁর জামিন পাওয়ার খবরে অনুব্রত মণ্ডলকে ফের একবার বীরভূমের ‘বাঘ’ বলে সম্মোধন করেছেন পুর ও নগোরন্নয়ন মন্ত্রী এবং তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। এদিন তার ব্যাখ্যাও দিলেন। কেন তিনি তাঁকে ‘বাঘ’ বলেছেন সে বিষয়ে এবার খোলসা করেছেন ফিরহাদ।

ফিরহাদ বললেন, “অনুব্রতকে বাঘ বলেছি তাঁর লিডারশিপের জন্য। এত অত্যাচারের পরেও তাঁর মনোবলেন জন্য। মানুষের সঙ্গে দলের জন্য থেকে যে দৃঢ়়তা দেখিয়েছেন, তার জন্য তিনি বাঘ।” যদিও এদিন এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা । তিনি বলেন, “দেখুন, এতদিন পর ফিরলাম। প্রায় দুই, আড়াই বছরের মতো। সবাই ভাল থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে আসছেন। আমার শরীর একটু অসুস্থ। পায়ে-কোমরে বেদনা রয়েছে। কোনও বিতর্কে যেতে রাজি নই আমি। আদালতকে সম্মান করি, আইন মেনে চলি। দিদির জন্য আমি আছি এবং বরাবর থাকব।”

বাঘ বিতর্কে আক্রমণ শানিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন,কেউ বলছে বাঘ ফিরেছে। খাঁচাবন্দি বাঘ ফিরেছে। আমি বলছি বিড়ালও নয়। মিছিমিছি আপনি বাঘ বানাচ্ছেন বিড়াল থেকে। মুখ্যমন্ত্রী দেখাতে চাইছেন যে, আবার বাঘ ফিরে এসেছে। বিড়াল হচ্ছে বাঘের মাসি। মাসিই হবে, বিড়ালই হবে। আর কিছু না।” 

এদিন সকাল ৯টার কিছু পরে বোলপুরের নিচুপট্টিতে নিজের বাড়িতে ফেরেন অনুব্রত। এর আগে শক্তিগড়, গুসকরা, দেওয়ানদিঘি হয়ে বোলপুরে পৌঁছন অনুব্রত। রাস্তায় বেশ কয়েকবার দাঁড়াতে হয় তাঁর কনভয়কে। এর আগে ভোর ৫.২০ টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশে রওনা দেন অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্য়া মণ্ডল। অনুব্রতর বাড়িতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। বাড়ির বাইরে জড়ো হন জেলা থেকে আসা বহু কর্মী-সমর্থক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও দেখুন



Source link

David Warner in Allu Arjun’s Pushpa 2: আল্লু অর্জুনের সিনেমায় বিশ্বকাপজয়ী সুপারস্টার! ভাইরাল ছবিতে কেঁপে গেল নেটদুনিয়া…

David Warner in Allu Arjun’s Pushpa 2:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal