উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করতে আদালত চত্বরে সেনাবাহিনীর জওয়ানরা
<p>ABP Ananda LIVE: কোচবিহার আদালতের সদর কোর্টে মালখানায় উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করতে আদালত চত্বরে সেনাবাহিনীর জবানরা। সম্প্রতি মালখানাটি পরিষ্কার করার সময় একটি গাজার প্যাকেটের নিচ থেকে এই হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়। এরপরে গত তিনদিন ধরে ফিল করে দেয়া হয় ঘর আজ সেনাবাহিনীকে ডেকে হ্যান্ড গ্রেনেটি ডিফিউজ করার কাজ শুরু হয়েছে।। এর আগেও একই ভাবে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছিল।</p>
<p> সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, আর জি কর হাসপাতালের নিরাপত্তার ভার নিল, CISF। গতকাল হাসপাতাল পরিদর্শনে যান, বাহিনীর পদস্থ অফিসাররা। কর্তৃপক্ষের পাশাপাশি, ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন অংশ। ডাক্তার ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই রাজ্য়ের সরকারি মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামোয় গলদের অভিযোগ প্রকট থেকে প্রকটতর হচ্ছে। প্রশ্ন উঠেছে কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও। এই পরিস্থিতিতে RG করের নিরাপত্তায় উল্লেখযোগ্য পদক্ষেপ করল শীর্ষ আদালত। আর জি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ। এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট, ফের ধাক্কা রাজ্য সরকারের। পুলিশ নয়, এবার আর জি কর মেডিক্যালের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যায় CISF অথবা CRPF। নির্দেশ সর্বোচ্চ আদালতের।</p>
Source link