BGBS-এ বড় বার্তা মুখ্যমন্ত্রীর, ‘বাংলায় ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির বিনিয়োগের প্রস্তাব’ !
কলকাতা: তৃতীয়বার সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন এবারে রাজ্যের লক্ষ্য ‘শিল্প।’ কিন্তু একুশ পেরিয়ে সামনে এখন ২৬ এর নির্বাচন। নির্বাচনে কার পাল্লা ভারী ? চাকরি চাই ? নাকি লক্ষ্মীর ভাণ্ডার ? এপ্রশ্ন নিয়ে বহু বিতর্কসভা হয়েছে। কিন্তু যেখানে যোগ্যতার মাপকাঠি দেখানোর ঝুটঝামেলা নেই, অথচ অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার। এমন অভিনব স্ট্যাটেজিই কি জয়ের পথ দেখিয়েছে ? তার প্রতিফলন অন্য রাজ্যে দেখা গিয়েছে। বিজিবিএস ২০২৫-এ গতকাল কর্মসংস্থানের কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে এসে ফের বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
‘বিজিবিএসে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির বিনিয়োগ প্রস্তাব’
এদিন মুখ্যমন্ত্রী জানালেন, ‘বিজিবিএসে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির বিনিয়োগ প্রস্তাব। প্রচুর নতুন প্রজেক্ট বাংলায় হবে। অশোকনগরে ওএনজিসিকে ৫০ একর জমি দেওয়া হয়েছে। অশোকনগরে দ্রুত ওএনজিসি বাণিজ্যিকভাবে তেল উৎপাদন করবে। বাংলার ১.৭২ কোটি মানুষ দারিদ্রসীমার বাইরে এসেছেন। শিল্পের জন্য নিরাপদ জায়গা বাংলা।’
‘৭৫ হাজার চাকরি তৈরি হয়েছে’
অতীতের হয়ে যাওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে, শিল্পপতীদের বলে যাওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে ? বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। সেই সব প্রশ্নেরই কি জবাব এল এবার ? মুখ্যমন্ত্রী গতকাল জানিয়েছিলেন,’ কয়লা উত্তোলন শুরু হবে, যা আগামী ১০০ বছরের বিদ্যুৎ চাহিদা পূরণ করবে এবং লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি করবে।বিশ্বের তৃতীয় বৃহত্তম সেমিকন্ডাক্টর প্রকল্প: কলকাতায় সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি হতে চলেছে। ২৭ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, ৭৫ হাজার চাকরি তৈরি হয়েছে, বর্তমানে ২,৮০০ আইটি সংস্থা কাজ করছে।’
আরও পড়ুন, মায়ের হাত ধরে কত কিছু দেখার ছিল, মালদায় বোমা বিস্ফোরণে আক্রান্ত ২ নাবালক ! নেওয়া হল হাসপাতালে..
স্বভাবসিদ্ধ ভঙ্গীতে পরিসংখ্য়ানের সঙ্গে আন্তরিকতার ছোঁয়া মিশিয়ে শিল্পপতিদের মুখ্য়মন্ত্রী আহ্বান জানালেন লগ্নির জন্য়।মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,’বাংলায় আসুন, বাংলায় বিনিয়োগ করুন, বাংলা আপনার সুইট হোম। বাংলা আপনাকে খলি হাতে ফেরাবে না।’ মুখ্য়মন্ত্রীর ভাষণের আগে বলতে উঠে বাংলায় শিল্প সম্ভাবনার ভূয়সী প্রশংসা করলেন মুকেশ আম্বানি। রাজ্য় পরিচালনায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বকে বলিষ্ঠকে আখ্য়া দিয়ে, তাঁর ভূমিকারও প্রশংসা শোনা গেল রিলায়েন্স কর্ণধারের গলায়।প্রাক্তন ভারতীয় অধিনায়ক, বিসিসিআই প্রেসিডেন্ট থেকে শিল্পপতি। নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও। তিনিও উপস্থিত বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে। ছিলেন জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দলও।
আরও দেখুন