পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার।পুলিশের বাইকে আগুন,গাড়ি ভাঙচুর
![পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার।পুলিশের বাইকে আগুন,গাড়ি ভাঙচুর পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার।পুলিশের বাইকে আগুন,গাড়ি ভাঙচুর](https://i3.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/27/0a303b9d010a3d4b5a76677b16e7a39e1724782447285968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">ABP Ananda LIVE: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। বাবুঘাটে পুলিশের বাইকে আগুন, গাড়ি ভাঙচুর। একের পর এক গার্ডরেল ভাঙলেন আন্দোলনকারীরা। নবান্ন অভিযান রুখতে পুলিশের জল কামান, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ। হাওড়া ব্রিজ, হাওড়া ময়দান, সাঁতরাগাছিতে তুলকালাম। হাওড়া ময়দানে বিক্ষোভকারীদের পাল্টা মারে পিছু হটল পুলিশ। ইটবৃষ্টিতে আহত চণ্ডীতলা থানার আইসি । আহত পুলিশকর্মীকে পৌঁছে দিলেন আন্দোলনকারীরাই। মহাত্মা গান্ধী রোডে লাঠিচার্জ, মাথা ফাটল মহিলার।</span></p>
<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">সুকান্ত মজুমদার বলেন, এই আন্দোলন স্বৈরাচারীকে হারানোর আন্দোলন। এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন। আগামীকাল থেকে আমরা ধর্না করব ঠিক করেছিলাম। আমরা আগামীকাল কোর্টের রায় পেয়েছি। সাড়ে দশটার সময় আমাদের মামলার শুনানি শুরু হবে। পুলিশ আমাদের অনুমতি দেয়নি ধর্মতলায় ধর্ণা করার।কোর্টের অনুমতি নিয়ে হয় আগামীকাল অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্না চালু করব। এবং মেডিক্যাল হেল্প দেওয়ার জন্য আজকে যে হেল্প লাইন নাম্বার ছিল, সেই হেল্পলাইন নাম্বার-কে আমরা পুনরায় চালু করছি। এখন থেকে চালু হয়ে যাচ্ছে। যেকোনও ধরণের মেডিক্যাল হেল্প ও লিগাল হেল্প, ছাত্র ও যেসকল পরিবারের লোকেরা বাইরে আছে তাঁদের জন্য…. পুলিশ প্রচুর ছাত্রকে গ্রেফতার করেছে, তাঁদের লিগাল হেল্প দেওয়ার জন্য হেল্প লাইন চালু করা হচ্ছে। পরিবার থেকে ফোন করে আপনারা লিগাল ও মেডিক্যাল সহায়তা চাই পারেন।’তিনি আরও বলেন, এটাকে গণতন্ত্র বলে ? এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আগামীকাল ১২ ঘণ্টার বনধকে সর্বাত্মক বনধে পরিণত করুন।’ </span></p>
Source link