NOW READING:
Cabinet Reshuffle: রাজ্য মন্ত্রিসভায় পরিবর্তন, দায়িত্ব বাড়ল একাধিক মন্ত্রীর। ABP Ananda Live
August 7, 2024

Cabinet Reshuffle: রাজ্য মন্ত্রিসভায় পরিবর্তন, দায়িত্ব বাড়ল একাধিক মন্ত্রীর। ABP Ananda Live

Cabinet Reshuffle: রাজ্য মন্ত্রিসভায় পরিবর্তন, দায়িত্ব বাড়ল একাধিক মন্ত্রীর। ABP Ananda Live
Listen to this article



ABP Ananda Live: রাজ্য মন্ত্রিসভায় পরিবর্তন। দায়িত্ব বাড়ল একাধিক …

source

11 Comments
    @rabiroy4656

    বাংলার গর্ব মমতা ব্যানার্জি জিন্দাবাদ 💪💚❤🚩 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ💚 বাংলার উন্নয়নের কান্ডারি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 💚 জয় বাংলা 💚 জয় কোলকাতা 💚 জয় মা দুর্গা ❤💚
    .
    বাংলাকে বাংলাদেশ বানাচ্ছে আসলে মোদি BJP সরকার 🖕। ছিটমহল চুক্তিতে পশ্চিমবঙ্গের ১০ হাজার একর জমি বাংলাদেশ কে দিয়েছে মোদি সরকার। ইচ্ছাকৃতভাবে বাংলায় অনুপ্রবেশ ঢোকাচ্ছে BJP মোদি সরকার আর তৃণমূল কে দোষ দিচ্ছে। কারণ সীমান্ত BSF পাহারা দেয় আর BSF জেলখাটা আসামি অমিত শাহের নিয়ন্ত্রণে। বাংলার তিস্তার জল উত্তরবঙ্গের মানুষ কে না দিয়ে উত্তরবঙ্গের মানুষ কে মেরে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা না শুনে বাংলাদেশ কে দিয়েছে বাংলা বিরোধী হিটলার চোর মোদী বিজেপি সরকার।
    .
    বাংলার আমাদের অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আজ সারা বিশ্ব বাংলার ঐতিহ্য দুর্গা পূজো কে সম্মান দিচ্ছে। বাঙালি হিন্দুদের আবেগ দুর্গাপূজা কে মমতা ব্যানার্জি সারা বিশ্বে অন্য উচ্চতায় পৌছে দিয়েছেন | ক্লাব গুলো ৭০ হাজার টাকা পেয়ে সেই টাকা গ্রামের গরিব প্রান্তিক মানুষের কাছে পৌছাচ্ছে। নারী নিরাপত্তায় কোলকাতা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহর NCRB এর ডাটা অনুযায়ী। এবং এর প্রধান কৃতীত্ব মমতা ব্যানার্জির ও মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন কোলকাতা পুলিশের। অনুদান বাড়ানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা দি কে শতকোটি ধন্যবাদ 🙏💕
    .
    আমার দুর্গা মা মমতা
    দুর্গাপূজায় ক্লাবে ক্লাবে অনুদান দেয়।।।
    .
    তোদের গুজরাটি অসূর ভাওতাবাজ বাংলা বিরোধী হিন্দু বিরোধী মোদী বাঙালি হিন্দুর সবচেয়ে বড়ো অনুষ্ঠান – দুর্গাপূজায় ক্লাবে ক্লাবে করের বোঝা চাপায়।।।

    বিজেপি নির্লজ্জভাবে মুখে হিন্দু হিন্দু করে ভোটের জন্য,
    আর দূর্গা পূজোয় করের নামে করে চুরি। পেট্রোল ডিজেল, গ্যাস 1000 করে, রান্নার তেল, ডাল, সমস্ত জিনিসে দাম বাড়িয়ে হিন্দুদের পকেট মারে।

    এইজন্য বাংলা এবং বাঙালি বিরোধী দল বিজেপি কে জানাই ধিক ধিক ধিক্কার। 2021 এবং 2024 এ আমরা শিক্ষিত বাঙালি বাংলা থেকে BJP ধুয়ে মুছে সাফ করে নরেন্দ্র মোদী কে উচিত শিক্ষা দিয়েছি।
    ছিঃ বিজেপি ছিঃ। জয় তৃণমূল 💚জয় মা দুর্গা মমতা 💚জয় বাংলা💚 জয় কোলকাতা💚 জয় মা দুর্গা❤💚
    .
    আজ মমতা ব্যানার্জির অনুদানের জন্য গ্রামের গরিব মানুষের কাছে টাকা পৌছে যাচ্ছে, বাংলার অর্থনীতি তে টাকা আসছে, রাজ্যের রেভিনিউ বাড়ছে। মমতা ব্যানার্জির উচিত দুর্গা পুজোর অনুদান আরও বাড়ানো। এবং যে দুর্গা পুজো কে আগে কেউ জানত না, সেই দুর্গা পূজো আজ মমতা ব্যানার্জির জন্য সারা বিশ্বে সমাদৃত হচ্ছে, প্রশংসা পাচ্ছে। হিন্দু মুসলিম সবাই একসাথে মিলে মা দুর্গার পুজো হয়।
    .
    #বাংলা নারী শক্তির পীঠস্থান… বাঙালি হিন্দুদের কাছে — রামের থেকেও মা দুর্গা অনেক বড়ো ভগবান এবং আবেগ । আগে নারী পরে পুরুষ। এবং মমতা ব্যানার্জির জন্য এই নারী শক্তি মা দুর্গা সারা বিশ্বে জয়জয়কার হচ্ছে। মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকারের উদ্যোগে বাংলার দুর্গা পুজো আজ " আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে । মমতা ব্যানার্জির জন্য বাংলাকে আজ লোকে সম্মান করে।
    .
    তাই মোদী, BJP মমতা ব্যানার্জির দুর্গা পুজোর অনুদানের বিরোধিতা করছে কারণ নরেন্দ্র মোদী, বিজেপি হলো — হিন্দু বিরোধী , বাংলা বিরোধী , বহিরাগত , দাঙ্গা বাজ, নারী শক্তি বিরোধী , নারীবিদ্বেষী ।
    .
    তাই যারা ( CPM, BJP) মমতা ব্যানার্জির দুর্গা পুজোর অনুদানের বিরোধিতা করছে — তারা হিন্দু বিরোধী , বাংলা বিরোধী , বহিরাগত , দাঙ্গা বাজ, নারী শক্তি বিরোধী , নারীবিদ্বেষী ।

    @rabiroy4656

    হিন্দু রা অলরেডি জেগে গেছে। তাই বাংলা ও দেশের হিন্দুরা জঙ্গি চোর দাঙ্গা বাজ অশিক্ষিত electoral bond এ হাজার হাজার কোটি চুরি করা দেশকে দেউলিয়া করা চোর মোদি বিজেপি কে পশ্চিমবঙ্গের মাটি থেকে ঝেটিয়ে বিদায় করেছি। এবং বাংলার মানুষ দাঙ্গা বাজ ভাওতাবাজ বিজেপি কে ঝেটিয়ে বিদায় করে মা মাটি মানুষের উন্নয়নের তৃণমূল সরকার কে ভোট দিয়েছে। মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের — অযোধ্যার সব হিন্দুরা এই দাঙ্গা বাজ হিন্দু বিরোধী BJP – মোদি কে ভোট না দিয়ে ইউপি থেকে ঝেটিয়ে বিদায় করে সেকুলার শিক্ষিত অখিলেশ, রাহুল, প্রিয়ঙ্কা কংগ্রেস কে ভোট দিয়েছে। মহারাষ্ট্রে হিন্দুরা BJP কে ভোট দেয়নি, সাফ করে দিয়েছে।

    @arghadas8565

    Non renewable energy Ministry? Is it joke ? Which type of implementation is there regarding non renewable energy? No solar cell nothing is there

Leave a Reply