NOW READING:
Buddhadeb Bhattacharjee: কোথায় কেটেছিল বুদ্ধদেব ভট্টাচার্যর স্কুল-কলেজ জীবন? ABP Ananda Live
August 8, 2024

Buddhadeb Bhattacharjee: কোথায় কেটেছিল বুদ্ধদেব ভট্টাচার্যর স্কুল-কলেজ জীবন? ABP Ananda Live

Buddhadeb Bhattacharjee: কোথায় কেটেছিল বুদ্ধদেব ভট্টাচার্যর স্কুল-কলেজ জীবন? ABP Ananda Live
Listen to this article



ABP Ananda Live: প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। প্রয়াত রাজ্যের প্রাক্তন …

source

3 Comments
    @rabiroy4656

    ওনার আত্মার শান্তি কামনা করি 😢🙏
    একজন অরাজনৈতিক ব্যাক্তি হয়ে বলছি মমতা দিদি তুমি সত্যিই মমতাময়ী মা…তীব্র রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য কে যেভাবে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানালেন – এর জন্য গোটা বাংলার মানুষ মমতা দির প্রতি চির কৃতজ্ঞ থাকবে। মমতা ব্যানার্জি – তৃণমূলের সঙ্গে তীব্র রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও এবং মমতা ব্যানার্জি ও তার দলের তীব্র রাজনৈতিক সমালোচনা করা সত্ত্বেও মমতা দিদি বরাবরই তার সেই তীব্র রাজনৈতিক সমালোচক দের প্রাপ্য সম্মান দেন, রাজনৈতিক সৌজন্যতা দেখান — এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মহানুভবতা। দলের ঊর্ধ্বে উঠে দিদি বারবার প্রমাণ করেন তিনি দলনেত্রী নন একজন মহান জননেত্রী, প্রকৃত অর্থেই মমতাময়ী মা ❤ দিদি প্রমাণ করেছেন – আগে মানবিকতা পরে রাজনীতি। আজ প্রত্যেকটা রাজনৈতিক দলকে রাজ ধর্ম এবং মানুষের পাঠ পড়িয়েছেন মমতা। অশিক্ষিত, জালি, চোর, এইট পাশ, মিথ্যেবাদী, ছোটলোক, নিম্ন রুচির মানসিকতার পাপ্পু নরেন্দ্র মোদি – অমিত শাহ – যোগী – দিলীপ ঘোষ – সুজন চক্রবর্তী – শতরূপ – বিমান বসু দের মতো অশিক্ষিত, ছোটোলোক, অসভ্য, 420, ভদ্রতার 'ভ' , নম্রতার 'ন' না জানা চার আনা – আট আনা মিথ্যেবাদী ২ পয়সার নেতাদের এবং বিজেপি, সিপিএম এর সব নেতাদের – মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রাজ ধর্ম এবং রাজনৈতিক সৌজন্যতা শেখা উচিত।
    .
    বাংলার আমাদের অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে আজ বুদ্ধদেব ভট্টাচার্য কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান দিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ থাকা অবস্থায় তার শারীরিক চিকিৎসার সমস্ত খরচ সহ ব্যাক্তিগত ভাবে মমতা দিদি যেভাবে বুদ্ধদেবের পুরোনো ফ্লাট সারানো সমস্ত খরচ বহন করে সবসময় একজন মায়ের মতো বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে থেকেছেন – বাংলার মানুষ এইজন্য চিরকৃতজ্ঞ থাকবে মমতা দির উপর 💯❤

    @Biplab-x7x

    ❤❤আপনি রবেন সবার হৃদয়ে, ❤❤ একজন লেখক ও মুখ্যমন্ত্রী হয়ে ছিলেন সবার অভিবাবক ,আপনাকে একজন শ্রমিক হয়ে শতকোটি প্রনাম জানাই, নমস্কার

Leave a Reply