Priyanka Gandhi: ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ রাজীব-কন্যা! কেরালা শাড়িতেই এলিগ্যান্ট লুকে সাংসদ প্রিয়াঙ্কা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেহেরু পরিবারের নতুন একটি মাইলস্টোন। সংসদে সাংসদ হিসেবে পা রাখলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। বৃহস্পতিবার শপথ নিলেন সাংসদ প্রিয়াঙ্কা। হাতে ধরে রয়েছেন সংবিধানের বুকলেট। পড়নে কেরল কটনের সাদা শাড়ি যার বর্ডার সোনালি। অনেকেই বলছেন সংসদে ফের প্রবেশ হল ইন্দিরা গান্ধীর। কারণ তাঁর সঙ্গে নাতনি প্রিয়াঙ্কার মুখের অনেক মিল রয়েছে। হাতে সংবিধান ধরে শপথ নেওয়ার চেনা ছবি আগেও দেখা গিয়েছিল যখন রাহুল গান্ধী সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন। এদিন সংসদে প্রিয়াঙ্কার গলায় শোনা গেল ‘ভারত জোড়ো’র স্লোগান। তার পর লোকসভার অন্য সাংসদ এবং আধিকারিকদের সঙ্গে নমস্কার বিনিময় করতে দেখা যায় প্রিয়ঙ্কাকে।
আরও পড়ুন: Air India Pilot: মাত্র ২৫-এই শেষ মহিলা পাইলটের উড়ান, গ্রেফতার প্রেমিক…
প্রিয়াঙ্কা গান্ধী বঢরা লোকসভায় জিতে আসার পরে এখন সংসদে পরিবারের তিন সদস্যকে দেখা যাবে। সোনিয়া গান্ধীকে রাজ্যসভায়, রাহুল ও প্রিয়াঙ্কাকে লোকসভায়। বৃহস্পতিবার প্রিয়াঙ্কার শপথের আগে কংগ্রেসের দলীয় বৈঠক হয়। প্রিয়াঙ্কা গান্ধীর শপথের সময় সামনের গ্যালারিতে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। প্রিয়ঙ্কার সঙ্গে মহারাষ্ট্রের নান্দেড় থেকে উপনির্বাচনে জিতে আসা রবীন্দ্র চহ্বাণও শপথ নিলেন।
কেরালার ওয়েনাড়ে উপনির্বাচনে বিপুল জয় কেবল প্রিয়াঙ্কার একার জয় না। নেহুরু পরিবারেরও একটি বিশাল সাফল্য। মা-মেয়ে-ভাই পরিবারের তিনজন সংসদে বড়সড় কামব্যাক নেহেরু পরিবারের মনে করছেন বিরোধীরা। ২০২৪-এর লোকসভা ভোটে ওয়েনাড় ও রায়বরেলী লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন রাহুল গান্ধী। দুই আসনেই জয়ী হন তিনি। তবে সংসদীয় এলাকা হিসাবে রায়বরেলীকেই বেছে নেন রাহুল। ফলে ওয়েনাড়ে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে দাদার জয়ের ব্যবধান টপকে ৪ লক্ষের বেশি ভোটে জেতেন প্রিয়াঙ্কা। ২০২৪-এ লোকসভা ভোটে লড়েননি সোনিয়া গান্ধী। রাজ্যসভার সাংসদ হিসাবেই থাকতে চেয়েছেন। কিন্তু এবার তাঁর দুই সন্তানই লোকসভায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)