‘কম করে ডিজির পদত্যাগ চাইতেন’, সুশান্ত ঘোষ ইস্যুতে ফিরহাদকে আক্রমণ সজলের
Firhad Hakim: ‘কম করে ডিজির পদত্যাগ চাইতেন’, সুশান্ত ঘোষ ইস্যুতে ফিরহাদকে আক্রমণ সজলের। ‘আপনারা কী এমন পদক্ষেপ করেছেন? পুলিশ কমিশনারকে ডেকে প্রশ্ন করেছেন?’ ফিরহাদকে নিশানা সজলের।
উত্তর ২৪ পরগনার সোদপুর মোড়ের নামকরণ করতে হবে তিলোত্তমা মোড়। এই দাবিকে সামনে রেখে আগামী এক মাস ধরে এক লক্ষ সই সংগ্রহ করবে সিপিএমের ছাত্র সংগঠন SFI। আর এই সই সংগ্রহ অভিযানে প্রথম সইটি করলেন নিহত চিকিৎসকের মা এবং বাবা। রবিবার আর জি কর-কাণ্ডের ১০০ দিন পূর্ণ হচ্ছে। তার আগে এদিন নিহত চিকিৎসকের বাড়িতে যান SFI-এর উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্যরা। তাঁরা দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
কসবায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা, মেয়রের নিশানায় পুলিশ। ‘এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও’, পুলিশকে হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের। ‘মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও কীভাবে অস্ত্র ঢুকছে?’ ‘মুঙ্গের থেকে অস্ত্র আসার কথা বলছে, তাহলে ধরার ব্যবস্থা করতে হবে’ ‘এটা আমার কাজ নয়, পুলিশকে আটকাতে হবে’ ‘উত্তরপ্রদেশ, বিহার, গুজরাতের কালচার বাংলায় চলবে না’