# Tags
#Blog

পার্টি অফিসের দখল ঘিরে শান্তিনিকেতনে শাসকদলের গোষ্ঠীকোন্দল

পার্টি অফিসের দখল ঘিরে শান্তিনিকেতনে শাসকদলের গোষ্ঠীকোন্দল
Listen to this article



<p>ABP Ananda Live: পার্টি অফিসের দখল ঘিরে শান্তিনিকেতনে শাসকদলের গোষ্ঠীকোন্দল। তৃণমূলের পতাকা পার্টি অফিস থেকে নামিয়ে দিল দলের অপর গোষ্ঠী। অনুব্রত মণ্ডলের জেলমুক্তির পরেও বীরভূমে দলের দায়িত্ব রয়েছে কোর কমিটির হাতে। তারপরেও বারবার বীরভূমে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব দলের শীর্ষনেতৃত্বের মাথাব্যথার কারণ হয়েছে। &nbsp; &nbsp; &nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>আদানিকে আজই গ্রেফতার করতে হবে’ । সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধেও তদন্ত করতে হবে’ প্রধানমন্ত্রী আদানিকে সুরক্ষা দিচ্ছেন’ । সামান্য অপরাধ করলেও জেলে যেতে হয়’ , ‘কিন্তু আদানি এত বড় অপরাধ করলেও তাঁকে সুরক্ষা দেন প্রধানমন্ত্রী’, অধিবেশন বসলেই সংসদে বিষয়টি উত্থাপন করা হবে’, মার্কিন এজেন্সি বলছে, ভারতে আদানি ঘুষ দিতে চেয়েছেন’, ‘২ হাজার কোটির কেলেঙ্কারি করেছেন আদানি’, কিন্তু তারপরেও আদানিকে গ্রেফতার করা হবে না’, কারণ প্রধানমন্ত্রী নিজে আদানি দ্বারা নিয়ন্ত্রিত হন’, আদানিকে আগে গ্রেফতার করা হোক, কাউকে যেন ছাড় না দেওয়া হয়’, ‘আদানি ভরতে রোজ দুর্নীতি করছেন, মার্কিন এজেন্সি FBI বলেছে’ । আদানি গোটা দেশটা হাইজ্যাক করেছেন’, আদানিকে গ্রেফতার করার ক্ষমতা নেই প্রধানমন্ত্রীর’, মোদি এবং আদানি, দুজনেই দুর্নীতিগ্রস্ত’ ‘বিজেপি দলটিই আদানির টাকায় চলে’, সেবি প্রধান মাধবী বুচ আদানিকে রক্ষা করছেন’, ‘গোটা বিষয়টির নেপথ্যে রাজনৈতিক-অর্থনৈতিক-আমলাতান্ত্রিক দুর্নীতি’, মন্তব্য রাহুল গাঁধীর। ABP Ananda live&nbsp;</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal