# Tags
#Blog

ট্রাম্পের জয়ের পরই মাস্কের X ছাড়ার হিড়িক ! ইউজারদের নতুন ডেস্টিনেশন Bluesky

ট্রাম্পের জয়ের পরই মাস্কের X ছাড়ার হিড়িক ! ইউজারদের নতুন ডেস্টিনেশন Bluesky
Listen to this article


হোয়াইট হাউসের দৌড়ে এগিয়ে যেতেই ইলন মাস্ককে ‘লাভ ইউ’বলে উল্লসিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আসলে আমেরিকার প্রেসিডেন্ট ভোটের প্রচারে বরাবর ট্রাম্পের সঙ্গী ছিলেন বন্ধু মাস্ক।  এক্স হ্যান্ডল এবং টেসলার মালিক মাস্ক যে ট্রাম্পের শাসনকালে বিশেষ ভূমিকা নিতে চলেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে বহু মার্কিন নাগরিকই এক্স-পাখির হাত ছাড়ছেন, হাত বাড়াচ্ছেন অন্য সোশ্যাল -প্ল্যাটফর্মের দিকে। 

এক্স হ্যান্ডেলের বিকল্প হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন নতুন এক সমাজ মাধ্যমকে, যা অনেকটাই এক্সের মতো। অপেক্ষআকৃত অনেক নতুন এই প্ল্যাটফর্মটি হালফিলে এমন অনেক ইউজার পেয়েছেন, যাঁরা এক্স হ্যান্ডেলকে বাই-বাই জানিয়েছেন ট্রাম্প ক্ষমতায় আসা নিশ্চিত হওয়ার পর থেকেই। 

এই নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি হল ব্লু স্কাই। প্ল্যাটফর্মের কর্ণধার Jack Dorsey।  এই নীল আকাশে ডানা মেলতে অনেকেই আগ্রহী হচ্ছেন মাস্ক-এর এক্স-কে এক্স করে।ব্লু স্কাইয়ের লোগোটি এক্স-এর আগের ভার্সন ট্যুইটারের অনুরূপ অনেকটাই। রং নীল। পাখির বদলে আছে প্রজাপতি।  প্রতিদিন প্রায় এক মিলিয়ন নতুন ব্যবহারকারী যোগ দিচ্ছেন এই নতুন প্ল্যাটফর্মে। 

বর্তমানে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির ব্যবহারকারীর সংখ্যা 16.7 মিলিয়ন অর্থাৎ ১ কোটি ৭ লক্ষের মতো।   এই সংখ্যাটি দ্রুত বাড়ছে। তবে ব্লুস্কি ঠিক কী এবং কেন লোকজন এক্স ছেড়ে হঠাৎ নীল আকাশে পাখা মেলতে চাইছেন ?

Bluesky কি?  Bluesky নিজের ইন্ট্রোডাকশন দিতে গিয়ে বলেছে, এটি এমন একটি প্ল্যাটফর্ম,যেমন সোশ্যাল মিডিয়ার  হওয়া উচিত। প্ল্যাটফর্মটি থেকে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই সার্চ করা যায়। দেখা যায় নোটিফিকেশন। রি-পোস্ট করা যায়। তবে কোম্পানির কন্ট্রোল এড়িয়ে কেউ  “.bsky.social” না বেছে নিয়ে কাস্টম ডোমেন তৈরি করেও প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে। কাজকর্মের ক্ষেত্রে ব্লু স্কাই অনেকটাই ট্যুইটার বা এক্সের মতো। 

দেখা যাচ্ছে, যাঁরা ট্রাম্পের জয় মেনে নিতে পারেনি, তাঁরা হুড়মুড়িয়ে এক্স ছাড়ছেন। ডেমোক্র্যাটদের মধ্যেই ব্লু স্কাই পাচ্ছে বাড়তি জয়প্রিয়তা।   প্রেসিডেন্ট-নির্বাচিত হয়েই  ট্রাম্প যেই ইলন মাস্কের জয়গান করেন, তখনই ট্রাম্প বিরোধীদের অনেকেই বিকল্প প্ল্যাটফর্ম খোঁজা শুরু করে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal