NOW READING:
Bangladesh News LIVE Update | বাংলাদেশে হিন্দুদের উপর হামলা। হিন্দুদের হামলার প্রতিবাদে বিক্ষোভ
August 11, 2024

Bangladesh News LIVE Update | বাংলাদেশে হিন্দুদের উপর হামলা। হিন্দুদের হামলার প্রতিবাদে বিক্ষোভ

Bangladesh News LIVE Update | বাংলাদেশে হিন্দুদের উপর হামলা। হিন্দুদের হামলার প্রতিবাদে বিক্ষোভ
Listen to this article



Bangladesh News LIVE Update | বাংলাদেশে হিন্দুদের উপর হামলা। হিন্দুদের হামলার …

source

23 Comments
    @MdEmon-lj8jt

    সব মিথ্যা ভারতের হিন্দুরা মুসলমানদের অত্যচার করে তা মনে করছেন এরা হাছিনারদালাল

    @SaadSaad-om9ry

    আমার বাংলায় কি হবে আমরা বুঝবো, এতে ভারতের সমস্যা কি,মামার বাড়ি খাওয়া বন্দ হইল এই জন্য কি বুক জ্বলে যাচ্ছে….. ছি…… ছি…. ছি ভারত এত লজ্জা ছারা,, ছিহ্ ছিহ্

    @ArifulSalam-i3x

    আপনার ভারতে কি সংখ্যালঘু মন্ত্রণালয় আছে দিদিমণি গুজরাট কে কি ভুলে গেছেন সংখ্যালঘু নয় আওয়ামী লীগকে ঘিরে ধরেছে

    @ArifulSalam-i3x

    হাসিনাকে পূজা করা বাদ দিয়ে আপনাদের কালীকে পূজা করুন

    @ArifulSalam-i3x

    ষড়যন্ত্র বাদ দিয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্ব বজায় রাখুন

    @Goodboygamerbangla

    এই শালি কয় কিরে মোর বাড়ি কুড়িগ্রাম ভুঙ্গামারীতে এই খানে কিছুই হয়নি। ভূয়া খবর এই শালার ঘর দিচ্ছে।

    @Gopalchoudhary123..-

    বাহ সংবাদমাধ্যম বাহ।
    কি সুন্দর সংবাদ , ভারতের ভিতরে যখন মনিপুর, কাশ্মীর, এবং আরো অন্যান্য জায়গায় মানুষের উপর অন্যায় হয় তখন খবরটাকে ধামাচাপা দেওয়া হয়। আর বাইরের দেশে যখন হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে তখন সেটাকে এমন ভাবে দেখানো হচ্ছে যেন মনে হচ্ছে ভারতের মধ্যেই ঘটছে। মানে পুরোটাই রাজনীতির খেলা। অথচ সংবাদ মাধ্যমে উচিত দেশীয় খবরকে আগে তুলে ধরবার। কি আর করার যখন সংবাদ মাধ্যম পুরোটাই চলে টাকার ভিত্তিতে।😢😢😢

    @kumarroy5443

    জাগো হিন্দু জাগো। সনাতনীরা আন্দোলন করছে ফের আন্দোলনরত সনাতনীদের উপর লালমণিরহাট আর চট্টগ্রামে সনাতনী হিন্দুদের উপর গরম জল ও ইট পাটকেল ছুড়ছে। অনেক হিন্দু আহত হয়েছে। তবে দমে যায় নি সনাতনী হিন্দু
    সব হিন্দু জাগো। জয় মা কালী।

    @MdLitonAli-ce6ht

    এগুলো রাজনৈতিক ফায়দা লুটানো ছাড়া কিছু নয়,,,রাজনৈতিক নেতা আর উগ্র হিন্দুরাই এগুলো ঘটাচ্ছে, গুজবে কান দিচ্ছে সাধারণ হিন্দুরা; হিন্দু নেতা

    @hridoymalo1808

    কোটা আন্দোলনকে ঘিরে দেশে যতো মানুষ মারা গিয়েছে এবং যতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তার সবকিছুর জন্য দায়ী ছয় সমন্বয়ক। তারা পূর্ব পরিকল্পিত ভাবে কোটা আন্দোলনের অজুহাতে সরকার পতন করতে চেয়েছে। তাদের আন্দোলনকে উত্তপ্ত করতে এবং দেশ বিদেশের জনতাকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে লাশের প্রয়োজন ছিলো। অন্যদিকে সরকারের প্রয়োজন ছিলো আন্দোলন থামিয়ে দেশ ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা। তাই সরকার প্রথমে ঢিলেমি করলেও অবস্থা বেগতিক দেখে আন্দোলনকারীদের দাবি মেনে নেয়। সরকারকে দাবি মেনে নিতে দেখে সমন্বয়করা সন্তুষ্টি প্রকাশ না করে উল্টো আরো দাবি বাড়াতে থাকে। আন্দোলন থেকে যেনো কিছুতেই সাধারণ মানুষের সমর্থন কমে না যায় এবং তাদের হাত থেকে যেনো আন্দোলন হাতছাড়া না হয়ে যায় সেজন্য "আমার ভাই মরলো কেনো আর আমার ভাইদের জেল থেকে মুক্ত করতে হবে" বলে নতুন করে আন্দোলনের বেগ বাড়িয়ে দেয়। সমন্বয়করা জানতো পুলিশ যাদের ধরেছে সরকার তাদের এমনি এমনি ছাড়বেনা। কারণ দেশের গুরুত্বপূর্ণ সব স্থাপনা যারা ভেঙেছে তারা কারা এবং তারা আসলেই ছাত্র কিনা প্রসাশন অন্তত এইটুকু তো যাচাই করবেই। কিন্তু সেসব যাচাই বাছাই করতে গেলে "কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেড়িয়ে যাওয়ার" মতো অবস্থা তৈরী হবে। তখন সমন্বয়করা সাধারণ ছাত্রদের আবেগকে পুঁজি করে "আমার ভাই মরলো কেনো জবাব চাই" বলে আওয়াজ তুললো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার অবশ্যই কঠোর হবে এটা সমন্বয়করা জানতো। তখন তারা সাধারণ ছাত্রদের পুলিশের বন্দুকের সামনে দাঁড় করিয়ে দেয়। কারণ যতো লাশ পড়বে সরকার ততো কোণঠাসা হবে। যার হাতে বন্দুক থাকবে সে তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি করবেই। কিন্তু যাদের হাতে বন্দুক নেই তারা তো কৌশল অবলম্বন করবে এবং নিজেদের দাবি আদায় করতে সুযোগ খুঁজবে। কিন্তু ছাত্ররা সেটা করেনি। সরকার তাদেরকে সেই সুযোগ দিলেও তারা সেটা প্রত্যাখ্যান করে। কারণ তাদের মূল উদ্দেশ্য দাবি পূরণ বা বাকি ছাত্রদের জীবনের নিরাপত্তা নয়। তাদের আসল চাওয়া হলো ছাত্রদের লাশ এবং তার উপর ভিত্তি করে সরকার পতন।

    @btsarmynupur

    জাগ বিশ্বের হিন্দু জাগ। জঙ্গির মুতা তুলে ফেলতে হবে।

    @ziqusaha6391

    Apnar desh samlan . pore Bangladesh nea vaben. R g kor hospital problem solve koren. Bangladesh Hindu apnar chinta na korleo cholbe. Amra valo achi. Apnar desh a to Muslim ra valo nai. Please apnar desher rape nea kotha bolen. Apnara to rumor bangla. Hahaha

Leave a Reply