রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়ির রাজগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে (India Bangladesh Border) বিক্ষোভ মিছিল দিলীপ ঘোষের (Dilip Ghosh)। সীমান্ত এলাকায় BSF-এর নিরাপত্তা খতিয়ে দেখলেন তিনি।কথা বললেন সীমান্ত রক্ষীদের সঙ্গেও।
বাংলাদেশের মৌলবাদীদের হুঁশিয়ারি দিয়ে এদিন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ বলেন, ‘উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত। যারা নেতা আছেন, ভাবা উচিত। বোঝা উচিত। ভারতের শক্তি আছে।Smashed করে দেবে বাংলাদেশকে। পাকিস্তানকে যদি নাকে খত দিতে পারে, ৯০ হাজার সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা। আমরা ওদের মত লোকেদের সঙ্গে লড়তে পারি না। সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনও হয় না। হাওয়া দেওয়াটাই যথেষ্ট। আদৌ কোনও সামরিক বিভাগ আছে বাংলাদেশের ? কোনওদিন বাংলাদেশ যুদ্ধ করেছে ? চুরি করে ভারতবর্ষে ঢুকে খায়।’
আরও পড়ুন, সুপ্রিম কোর্টে ইডি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন