Bangladesh | অশান্ত বাংলাদেশ নেই সেনার-শাসনে! কারা নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা? | Zee 24 Ghanta

About Post Author

Zee 24 Ghanta



Bangladesh | অশান্ত বাংলাদেশ নেই সেনার-শাসনে! কারা নিয়ন্ত্রণ করছে …

source

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

37 thoughts on “Bangladesh | অশান্ত বাংলাদেশ নেই সেনার-শাসনে! কারা নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা? | Zee 24 Ghanta

  1. স্বৈরাচারদের কোন দেশের জনগণই পছন্দ করে না এই আওমি সরকার প্রত্যেকটা জনগণের স্বাধীনতা কেড়ে নিয়েছিল মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল ঘোষ বাণিজ্য টাকা পাচার চুরি করা জুলুম গণহত্যা এমন কোন কাজ নাই যেই আওমি শেখ হাসিনা করে নাই
    বাংলাদেশে মুসলিম এবং ছাত্ররা মিলে প্রত্যেকটা মন্দির এবং হিন্দুদের বাড়ি পাহারা দিয়ে তাদের পোটো কল দিচ্ছে এবং তাদেরকে নিরাপত্তা দিচ্ছে ফালতু নিউজ করা বন্ধ কর আর বাংলাদেশ নিয়ে তোরা এত নাক গলাইশ না বাংলাদেশের কাছে তোদের এত কি বুঝলাম না বাংলাদেশের নুনটা এত মজা লাগে তোদের।।। আমরা বাংলাদেশি হিন্দু মুসলমান খুবই ভালো আছি তোদের মনে বৈষম্যতা আমাদের বেতন নেই তোদের উচিত আমাদের মাথায় করে রাখা কারণ আমরা মনে করি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে হিন্দু মানুষ মুসলিম ও মানুষ এবং খ্রিস্টান ও মানুষ দিনশেষে আমরা সবাই ভাই ভাই এবং মানব জাতি এখানে ধর্ম কোন ভেদাভ করতে পারে না তোদের মত কিছু কর্কট বদমাশ হিন্দুদের জন্য আজ হিন্দু মুসলমানের মধ্যে তোরা বৈষম্য তৈরি করে দিচ্ছিস বাট বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই সব ফালতু নিউজ প্রচার করা বন্ধ কর

    মানুষ এত ক্ষিপ্ত হয়েছে কেউ কেন বুঝতে পারতেছে না বিগত ষোলো বছর মানুষকে ও জালাইছে ও মানুষের বাক স্বাধীনতাকে ওর স্বৈরাচারের সর্বোচ্চ লেভেলে ছিল কালনাগিনী ছিল গণহত্যাকারী ছিল।।মাডার পিলখানা হত্যাকারী লক্ষ লক্ষ খুন করেছে ওই বাংলাদেশের মানুষকে ওর বিচার হবে এই বাংলার মাটিতে মনে রাখিস

  2. এই চ্যানেলটি দেশের মানুয়ের বয়কট করা উচিত এই দেশ গনতন্ত্রের বিরুদ্ধে অবস্থানছিল।

  3. zee24 সাথে বেইমানি করছে বাংলার আবেগ অনুভূতির সাথে বাংলাদেশে এতগুলো মন্দির পুরানো হলো এতগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙ্গা হলো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দেওয়া হলো নারী নির্যাতন করা হলো সে ব্যাপারে কোন কিছুই ভ্রুক্ষেপ নাই

  4. ভারতীয় মিডিয়া ও তাদের রাজনইতিক ব্যাক্তিদের মি থ্যা প্রোপা গান্ডার বাড়াবাড়ি মন্তব্য অবিলম্বে বন্ধ না করলে আমাদের দেশে হাজার হাজার ভারতীয়র চাকরি বাতিলের দাবীতে ছাত্র জনতা মাঠে নামবে। & ভারতীয় পন্য আমদানি বন্ধেরও ডাক দেয়া হবে। এটা দা লাল হাসিনার বাংলাদেশ না, ছাত্র জনতার বাংলাদেশ।

  5. বাংলাদেশের খুব খারাপ অবস্থা। লুটতরাজ চলছে। হত্যা চলছে। সেনাবাহিনীও বাংলাদেশের স্থপতির ভাস্কর্য রক্ষায় নিরাপত্তা দিতে পারেনি। গনভবন সংসদ ভবন এব ববঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গাতে সামাজিক মাধ্যমে সবাই ধিক্কার জানাচ্ছে।।

  6. বং টিভি😂, বাংলাদেশের মাদ্রাসার ছাএরা, জামায়াত শিবির ও কাওমী হুজুররা সারা রাত জেগে মন্দির ও হিন্দু বাড়ি পাহারা দিয়েছে। এ নিউজ কি আপনাদের কাছে যায় নি?
    বং বাজি বাদ দাও, বং জি টিভি।

  7. কলকাতা সহ ভারতীয় মিডিয়ার এত হাসিনা প্রীতি আপনাদের প্রতি একটা পরামর্শ রইলো হাসিনা তো আপনাদের দেশেই পালিয়ে গেলো এতই যদি ভালোবাসেন মোদী জ্বীকে সরিয়ে হাসিনাকে আপনাদের প্রধানমন্ত্রী বানিয়ে নিন।

  8. আমাদের বিজয়ে এদের হায় হুতাশ শুরু হয়ে গেছে 😊😊
    এতোই যদি হাসিনা প্রীতি তাহলে হাসিনাকে প্রধান মন্ত্রী বানাও তোমাদের, সে তো তোমাদেরই দাসী।

  9. খুব কম ইতিহাস জেনে মেঘমল্লার এখানে এসেছে,আরো জানো,পড়াশোনা করো তারপরে কথা বলতে এসো।ভারত কখনো অন্য দেশের ব্যাপারে নাক গলায় না যতক্ষন না সেই দেশ কোনো সাহায্য চাইছে।

  10. বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি বিজয় মুখরিত উল্লাসে পরম তরুণীরা জনসাধারণ পঞ্চ মুখরিত আইন প্রণয়ন করলে বুঝা যাবে স্বাধীনতা।

  11. ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল
    ২০২৪ সালে বাংলাদেশ-ভারত থেকে স্বাধীন হয়েছে।

  12. বিপ্লবী সরকার ক্ষমতায় তাই আগের সব লীগ দলীয় কর্মকান্ড বাতিল হয়ে গেছে। এখন বিপ্লবী সরকার যা করবে তাই আইন। এদিকে ভারত ও তাদের এদেশীয় চক্র বাংলাদেশের ছাত্র-জনতার বিজয় নস্যাৎ করতে চায় |

    এখনকার সবচেয়ে বড় ষ'ড়'য'ন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের রিজিওনাল ডার্টি পলিটিক্স। ‘র’এর নিল নকসায় ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। একই সাথে ভারতের ‘র’ এর সহায়তায় শেখ হাসিনা

    ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র শুরু করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *