Apnar Raay | Suvendu Adhikari | ‘মমতার পুলিসের জন্য আলাদা নিয়ম নেই দেশে’ | Zee 24 Ghanta

About Post Author

Zee 24 Ghanta



Breaking News | Apnar Raay | Suvendu Adhikari | ‘মমতার পুলিসের জন্য আলাদা নিয়ম নেই দেশে’, …

source

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

42 thoughts on “Apnar Raay | Suvendu Adhikari | ‘মমতার পুলিসের জন্য আলাদা নিয়ম নেই দেশে’ | Zee 24 Ghanta

  1. আর কতো দুর্নিতি করবে মেয়েদের সম্মান নিয়ে খেললে তোমার কথা এতো ঘৃণ্য মনোভাব

  2. বিজেপি হেরে গেছে এবারের শুভেন্দু কোম্পানিকে ধরে জেলে ভরে দেওয়া হোক

  3. তুই সুভে ন্দু নন্দিগ্রামে মমতাকে কারচুপির মাধ্যমে হাড়িয়ে এমপি হয়েছিলি ওটার হিসাবদে?😊😊

  4. শুভেন্দু অধিকার কে বলছে দেশ ছাড়ো বড় বড় লেকচার বড় বড় ভাষণ কোথায় গেল আজকে

  5. না পুলিশ বাবা নেই পার কারেগা শুভেন্দু অধিকারী পার কারেগা কেয়া

  6. ধোলাই শুধু পুলিশ কেন সারা নবান্ন তে উপর থেকে নিচ পর্যন্ত যত গুলো তলা আছে , SSKM এর চটি চাটা , আর পোষা বাংলাদেশি হার্মাদ ভোটার । সবাই ।

  7. সেন্ট্রাল ফোর্স সরালেই ঠেলা টের পাবে।খুনের অভিযোগ সহ বিভিন্ন অভিযোগ থাকা সত্বেও রক্ষাকবজ চিরদিন থাকবেনা, সেদিন কে বাঁচবে?

  8. ১/৬/২৪, এ, লোক সভার, ভোট বা তিল, করে, পুনরায় নির্বাচন করে, বসিরহাট, কেন্দ্রের জনগণ কে ভোট দেবার, অধিকার দিতে হবে।।

  9. এই যে একজন বিজেপিতে এসে বিজেপি ডাল গাছপালা সহ সবগুলো ছেঁটে ফেলে দিচ্ছে কারণ শুভেন্দু অধিকারী তার রাজনীতির জন্ম হয়েছিল তৃণমূলের শবানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই অযোগ্য ব্যক্তি যখন লোভ লালসা পড়ে গিয়ে তৃণমূলে থাকাকালী অসংখ্য দুর্নীতি লুটপা এবং সারোদা নারদা মামলার আসামি হয়ে যায় যখন তাকে কেন্দ্রীয় সরকার দুর্নীতি এবং বিভিন্ন অপরাধের কারণে জেলে ভরা আর পাঁয়তারা করছিল ঠিক সেই মুহূর্তে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে সেই আসামি রাজা নারদা মামলার ঘুষখোর ভোট চোর অযোগ্য এই সুবর্ণ অধিকারী বিজেপিতে গিয়ে যোগদান করে নিজের দুর্নীতি আর চোরের চোরের কাহিনী ঢাকার জন্য আসলেই বিজেপি যে ভুল করেছে আরেকটি ভুল করেছে বাংলায় বিজেপির যে বিগত লোকসভা নির্বাচনে দুটি আসন থেকে ১৮ টি আসন বিজিপি কে উপহার দেওয়া হয়েছিল সেই সময় বঙ্গ বিজেপির সভাপতি ছিল দুখর একজন রাজনীতিবিদ দিলীপ ঘোষ দাদা যখন থেকে দিলীপ ঘোষ দাদাকে সভাপতির পর থেকে শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্রের মাধ্যমে চক্রান্তর মাধ্যমে সরানো হলো আজকে ২৪ এর লোকসভার নির্বাচনে সেই ১৮ আসনের জাগায় বারোটি আসাম আসন পেল দিলীপ ঘোষ কে তার যোগ্য পথ থেকে সরিয়ে অযোগ্য লোকদেরকে আনা হলো এবং বাংলায় বিরোধী দলীয় নেতা বানানো হলো সেই সারদা নারুদা তেলপুর মামলার দুর্নীতির আসাবি চোরের আসামি শুভেন্দু অধিকারী কে এটা বিজিবির জন্য বড়ই একটা ভুল সিদ্ধান্ত ছিল আজকে ২৪ এর লোকসভায় সেটাই পরবান হয়ে গেল এই পল্টিবাজ ধোকাবাজ অযোগ্য স্বার্থপর শুভেন্দু অধিকারী কে যদি বিজেপিতে রাখা হয় তাহলে আগামী ২৬ শে বিধানসভার নির্বাচনে বিজেপির হৃদয় হবে ৪০ হতে ৪৫ জন আস্তে আস্তে বিজেপির বাংলায় বিজেপিকে ধ্বংস করার একটি মিশন নিয়ে শুভেন্দু অধিকারী এসেছে তাই কেন্দ্রীয় ইন্ডিয়ান নেতাদের উচিত হবে বিজেপি থেকে শুভেন্দু অধিকারী কে অবিলম্বে বিজেপি থেকে বহিষ্কার করে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজ্যে একটি নিরাপদ নিরপেক্ষ তদন্ত কমিটি করা হোক আসলেই কি শুভেন্দু অধিকারী বাংলায় বিজেপির ভালো চায় নাকি নিজের আখের গোছানোর জন্য বিজেপিতে যোগদান করেছে এখন সবাই এসেছে বাংলার সকল বিজেপির নেতাদেরকে একত্রিত বসে এমবিএ নেতাদের সঙ্গে শালা পরামর্শ করে শুভেন্দু অধিকারী আসল চেহারা তুলে ধরা তা নাহলে আগামীতে এই বাংলায় বিজেপিকে আরো চরম মূল্য দিতে হবে

  10. এরপরে পশ্চিমবঙ্গে ভোট হলে পুলিশ এবং থানা কে সমস্ত দায়িত্ব থেকে বাদ দিয়ে একধারে করে দিয়ে টোটালি কেন্দ্রীয় বাহিনীর দ্বারা পরিচালিত হয়ে ভোট করাতে হবে থানা এবং পুলিশকে টোটালি নিষ্ক্রিয় করে সমস্ত দায়িত্ব থেকে বাদ দিতে হবে কমিশনার কে তবেই শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *